সকাল সাড়ে ৯টার দিকে মো.মাইনুল ইসলাম নামে ১২ বছর বয়সী কিশোরের মৃত্যু হয়েছে।
Published : 22 Apr 2025, 05:11 PM
গাজীপুরের ছয়দানা এলাকায় বিস্ফোরণের পর ঘরে আগুন লেগে একই পরিবারের দগ্ধ তিনজনের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে।
ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সকাল সাড়ে ৯টার দিকে মো.মাইনুল ইসলাম নামে ১২ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।
“মাইনুলের শরীরের ৩৩ শতাংশ পুড়ে গিয়েছিল।“
এর আগে শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাইনুল বাবা আবদুল হারিস মারা যান।
গত ১৫ এপ্রিল গাজীপুরের ছয়দানা এলাকার একটি বাড়িতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে হারিস মিয়া, তার স্ত্রী আয়েশা বেগম এবং ছেলে মো.মাইনুল ইসলাম দগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে সেদিনই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান ওইদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, হারিসের শরীরের ৬৫ শতাংশ, আয়েশার ৬০ এবং মাইনুলের শরীরের ৩৩ শতাংশ পুড়ে গেছে।
“‘তাদের সবারই মেজর বার্ন, অবস্থা আশঙ্কাজনক। এ কারণে তাদের সবাইকে এইচডিইউতে রাখা হয়েছে।“
হারিসের পুত্রবধু হাফসা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ডেগেরচালা বালিয়ারা এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন। সোমবার সকাল ৬টা থেকে সাড়ে ছয়টার মধ্যে ওই ঘটনা ঘটেছে।
“আমরা আরেক ঘরে ঘুমাইছিলাম। সকালে জোরে শব্দ শুইনা বাইরে গিয়া দেছি আব্বা, আম্মার ঘরে আগুন। তাদের শরীরেও আগুন লাগছে। আর ঘরের দরজা, জানালা উইড়া গেছে। পরে লোকজন তাদেরকে হাসপাতালে নিয়া যায়। কি কারণে এই আগুন লাগছে বুঝতে পারতেছি না।”