সিআইডি বলছে, অশ্লীল সংলাপ, অভিনয় ও আপত্তিকর অঙ্গভঙ্গিযুক্ত ভিডিও চিত্র ধারণ করে সোশাল মিডিয়ায় প্রচার করছিল তারা।
Published : 11 Jun 2024, 08:26 PM
কন্টেন্ট তৈরীর নামে ‘অশ্লীল ভিডিও’ তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজধানীতে দুজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।
সোমবার রাতে মিরপুর থেকে সোহাগ সিকদার (২৬) ও হৃদয় আহম্মেদ (২৩) নামের ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, “এক শ্রেণির অসাধু ও বিকৃত মানসিকতার লোক অতিরিক্ত ভিউ পাওয়ার আশায় অশ্লীল সংলাপ, অভিনয় ও আপত্তিকর অঙ্গভঙ্গিযুক্ত ভিডিও চিত্র ধারণ করে প্রচার করছে যার কোন শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই।
“আর এসবের কারণে সামাজিক অবক্ষয়ের পাশাপাশি উঠতি বয়সী ছেলেমেয়েদের কাছে ভুল বার্তা যাচ্ছে। সিআইডির সাইবার পুলিশ সেন্টার উইং নিয়মিত সাইবার পেট্রলিং করতে গিয়ে দুইজনের বিষয়ে তথ্য পেয়ে গ্রেপ্তার করে।”
দুজনের কাছ থেকে একটি মোবাইল ফোন, দুটি ক্যামেরা, তিনটি হার্ডডিস্ক, তিনটি মেমোরি কার্ড উদ্ধার করার কথা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বিরুদ্ধে মঙ্গলবার পল্টন থানার পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলা করা হয়েছে।