Published : 05 May 2023, 09:51 PM
বাংলাদেশের কোনো শহরের প্রথম চিফ হিট অফিসার হিসেবে নিয়োগের খবরে আলোচনায় আসা বুশরা আফরিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার নমুনা পরীক্ষার ফলাফলে তার কোভিড শনাক্তের বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার থেকে এ ভাইরাসের লক্ষণ ও উপসর্গ দেখা দিলে তিনি নমুনা পরীক্ষা করতে দিয়েছিলেন বলে জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।
বুশরার পিতা ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের বরাত দিয়ে জনসংযোগ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুশরা আফরিন বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে দুই বছরে ঢাকায় দুই লাখ গাছ লাগানোর ঘোষণা দেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। উত্তর সিটি ও যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের (আর্শট-রক) সঙ্গে এ নিয়ে সেদিন চুক্তি হয়।
ওই অনুষ্ঠানেই বুশরাকে উত্তর সিটির চিফ হিট অফিসার করার ঘোষণা আসে, যিনি মেয়র আতিকুলের কন্যা। সেখানে তিনি বক্তব্যও দেন।
একদফা তীব্র তাপদাহের মধ্যে রাজধানীবাসীর ভোগার তিক্ত অভিজ্ঞতার মধ্যেই প্রথমবারের মতো ঢাকার কোনো শহরের জন্য এমন পদবির কর্মকর্তা নিয়োগের পর আলোচনা শুরু হয় চিফ হিট অফিসার পদ, সেটির কাজ ও বুশরাকে নিয়ে।
আর্শট-রক বিশ্বের বিভিন্ন শহরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় তাদের কাজের অংশ হিসেবে চিফ হিট অফিসার নিয়োগ করে থাকে। সেটির ধারাবাহিকতাতেই বুশরার নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি।
এরমধ্যেই বুশরার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর এল।
ঢাকা উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, মেয়ের সুস্থ্যতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মেয়র।
ঢাকার প্রথম চিফ হিট অফিসার, কে তিনি? কী তার কাজ