বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয় বিআরটিএ এর কেন্দ্রীয় ডেটাসেন্টার, পুড়ে যায় ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার।
Published : 19 Aug 2024, 11:14 AM
এক মাস পর সার্ভার সচল হওয়ায় সব ধরনের সেবা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বিআরটিএ।
সোমবার এক জরুরি বিজ্ঞপ্তিতে বিআরটিএ বলেছে, বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস সচল হওয়ায় মোটরযান রেজিস্ট্রেশন, মালিকানা বদল, ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট-পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা, অগ্রিম আয়কর দেওয়া, ইত্যাদি সকল সেবা কার্যক্রম চালু হয়েছে।
যারা এসব কাজ করাতে না পেরে সমস্যায় ছিলেন, তাদের দ্রুত বিআরটিএ সার্কেল অফিস থেকে সংশ্লিষ্ট সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিআরটিএর চেয়ারম্যান গৌতম কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কালই আমাদের সার্ভার সচল হয়েছে। কাল সেবাদান কার্যক্রমে কোনো অসুবিধা হয়নি, তাই আজ সারাদেশে পুরোদমে কাজ হচ্ছে। আজ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।"
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারাদেশে কমপ্লিট শাটডাউন চলার সময় গত ১৮ জুলাই বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। সেদিন মিরপুরে বিআরটিএর ঢাকা বিভাগীয় কার্যালয়, ঢাকা উত্তর সার্কেল কার্যালয় ভাঙচুর করা হয়।
পরদিন বিআরটিএর প্রধান কার্যালয়ে ফের হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাতে বিআরটিএর কেন্দ্রীয় ডেটাসেন্টার ক্ষতিগ্রস্ত হয়।
পরদিন হামলাকারীদের আগুনে পড়ে যায় মিরপুর কার্যালয়ের ভিআইসি (ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার)। এরপর থেকে সারাদেশে বিআরটিএর সেবা দেওয়া বন্ধ হয়ে যায়।
এ পরিস্থিতিতে নতুন ড্রাইভিং লাইসেন্স, গাড়ির নিবন্ধন, রুট পারমিট দেওয়া বন্ধ হয়ে যায়। মালিকানা পরিবর্তন, ফিটনেস, অগ্রিম আয়কর প্রদান কার্যক্রমও আটকে যায়। তাতে বিপাকে পড়ে মানুষ।
পুরনো খবর: