তুলনামূলক কম ভোটারের উপস্থিতি, কয়েকটি আসনে গোলযোগ আর অনিয়মের অভিযোগের মধ্যে রোববার মোটাদাগে শান্তিপূর্ণভাবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়।
Published : 07 Jan 2024, 07:41 PM
দ্বাদশ সংসদ নির্বাচনে দিনব্যাপী ভোটগ্রহণের পর কেন্দ্রে কেন্দ্রে চলছে গণনা; কিছু কেন্দ্রের প্রাথমিক ফলাফলও আসতে শুরু করেছে।
তুলনামূলক কম ভোটারের উপস্থিতি, কয়েকটি আসনে গোলযোগ আর অনিয়মের অভিযোগের মধ্যে রোববার মোটাদাগে শান্তিপূর্ণভাবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়।
ভোটের সকালে মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের সামনে একজনকে কুপিয়ে হত্যা করেছে। ২৯৯ আসনের ৪২ হাজার কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে ভোট স্থগিত হয়েছে অন্তত সাতটি কেন্দ্রের।
বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রেগুলোতে গণনা শুরু হয়। কেন্দ্রে গণনার ফলাফল প্রিজাইডিং কর্মকর্তারা পাঠান রিটার্নিং কর্মকর্তার কাছে।
রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্রের ফল সমন্বিত করে আসনভিত্তিক সর্বশেষ ফলাফল ঘোষণা করছেন। ওই ফল তিনি ঢাকায় নির্বাচন কমিশনেও পাঠাচ্ছেন।
সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচন ভবনে স্থাপিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বানের ‘ফলাফল সংগ্রহ পরিবেশন কেন্দ্র’ থেকে ফলাফল ঘোষণা শুরু করেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।
রাত সোয়া ১০টা পর্যন্ত ঘোষিত ফলাফলে দেখা যায়, বেশিরভাগ কেন্দ্রে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা এগিয়ে আছেন। তবে কোনো কোনো আসনে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী হওয়া আওয়ামী লীগ নেতারা।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসন থেকে অষ্টমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
শেখ হাসিনার নৌকা পেয়েছে ২ লাখ ৪৯ হাজার ৯৬৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজাম উদ্দিন লস্কর একতারা প্রতীকে পেয়েছেন ৪৬৯ ভোট।
মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগের উপাধ্যক্ষ আব্দুস শহীদ নৌকা প্রতীকে ২ লাখ ১২ হাজার ৪৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আ. মুহিদ হাসানী মোমবাতি প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৯০ ভোট।
বরিশাল-৫ সদর আসনে আবারও জয়ী হয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৯৭ হাজার ৭০৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাহ উদ্দিন রিপন ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৩৭০ ভোট।
চট্টগ্রাম-৬ আসনে টানা চতুর্থবারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরী। তিনি দুই লাখ ২১ হাজার ৫৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিউল আজম পেয়েছেন ৩১৫৯ ভোট।
চট্টগ্রাম-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী, বর্তমান এমপি মাহফুজুর রহমান মিতা জয়ী হয়েছেন। নৌকা প্রতীতে নি ৫৪ হাজার ৭৫৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএমএর কেন্দ্রীয় সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী ঈগল প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৭০ ভোট।
চট্টগ্রাম-৪ আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এসএম আল মামুন। তার নৌকা পেয়েছে ১ লাখ ৪২ হাজার ৭০৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির দিদারুল কবির লাঙল প্রতীকে ৪ হাজার ৮৮০ ভোট পেয়েছেন।
কিশোরগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নৌকা প্রতীকে ১ লাখ ৯৮ হাজার ১৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামিক ফ্রন্টের রুবেল হোসেন, মোমবাতি প্রতীক নিয়ে ৩ হাজার ২০৬ ভোট পেয়েছেন।
স্পিকার শিরীন শারমীন চৌধুরী রংপুর-৬ আসন থেকে তৃতীয়বারের মত নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৬৩৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলাম ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬ হাজার ৮৩২ ভোট।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রংপুর-৩ সদর আসনে জয় পেয়েছেন। আওয়ামী লীগ এ আসনটি তাকে ছেড়ে দিয়েছিল।
লাঙ্গল প্রতীকে জিএম কাদের পেয়েছেন ৮১ হাজার ৮৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আনোয়ারা ইসলাম রানী পেয়েছেন ২৩ হাজার ৩২৬ ভোট।
চট্টগ্রাম-১৫ আসনে জিতে গেছেন স্বতন্ত্র প্রার্থী হওয়া আওয়ামী লীগ নেতা এম এ মোতালেব। ঈগল প্রতীকে তিনি পেয়েছেন ৮৫ হাজার ৬২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী, বর্তমান এমপি আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী নৌকা প্রতীক নিয়ে ৩৯ হাজার ২৫২ ভোট পেয়েছেনে।
চট্টগ্রাম-৮ আসনেও জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আবদুচ ছালাম। নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম কেটলি প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ২৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র প্রার্থী নগর আওয়ামী লীগের নেতা বিজয় কুমার চৌধুরী ফুলকপি প্রতীক নিয়ে ৪১ হাজার ৫০০ ভোট পেয়েছেনে। এবার এ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ। জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৮ হাজার ২৪৫ ভোট।