দুই মেয়ে— তানিয়া অন্যন্যা মুনশি ও তৃষা মুনশির বিরুদ্ধেও অনুসন্ধানে নামার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
Published : 06 Mar 2025, 04:32 PM
প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তার স্ত্রী আইরিন মালবিকা মুনশির বিরুদ্ধে আলাদা মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অনুমোদনের এই তথ্য বৃহস্পতিবার সাংবাদিকের জানান দুদক মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।
মামলায় টিপু মুনশির বিরুদ্ধে ৫ কোটি ৯০ লাখ ২৭ হাজার ৬১২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হবে। তার ১১টি ব্যাংক হিসাবে ৩২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৪৫০ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়ার তথ্যও দিয়েছে দুদক।
স্ত্রী আইরিন মালবিকা মুনশির বিরুদ্ধে অভিযোগ, তিনি ৪ কোটি ১৮ লাখ ২৩ হাজার ৭৩০ টাকার ‘জ্ঞাত আয় বহির্ভূত’ সম্পদ অর্জন করেছেন।
দুদক জানিয়েছে, তারা টিপু মুনশির দুই মেয়ে— তানিয়া অন্যন্যা মুনশি ও তৃষা মুনশির বিরুদ্ধেও অনুসন্ধানে নামার সিদ্ধান্ত নিয়েছে। তারা বিভিন্ন কোম্পানির পরিচালক এবং তাদের নামে বিভিন্ন কোম্পানির শেয়ার রয়েছে।
২০২৪ সালে জাতীয় সংসদের নির্বাচনে রংপুর-৪ আসন থেকে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি।
২০১৮ সালে সংসদ নির্বাচনে জয়ের পর আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদে শেখ হাসিনা তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন।
দ্বাদশ সংসদ নির্বাচনেও জয়ী হলেও দ্রব্যমূল্য নিয়ে সমালোচনার মুখে থাকা টিপু মুনশির মন্ত্রিসভায় জায়গা হয়নি।
৫ অগাস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর আত্মগোপনে ছিলেন টিপু মুনশিও। কিন্তু ২৯ অগাস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।