“আমি বিদেশি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নেওয়ার জন্য,” বলেন বাণিজ্য উপদেষ্টা।
Published : 24 Apr 2025, 12:52 PM
লেদার, ফুটওয়্যার, এমপিপিই, প্লাস্টিক ও লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য প্রদর্শনে ঢাকায় শুরু হয়েছে দুই দিনের ‘মিট বাংলাদেশ এক্সপোজিশন'।
বৃহস্পতিবার সকালে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ প্রদর্শনী শুরু হয়।
অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “আমরা সবাই জানি, আমাদের রপ্তানি একটি পণ্যের উপর অনেক বেশি নির্ভরশীল এবং আমাদের রপ্তানি বহুমুখীকরণ করা উচিত। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আমাদের ক্রমবর্ধমান জনসংখ্যাকে কাজে লাগাতে হবে। এজন্য আমাদের দুর্নীতি দূর করতে হবে এবং স্বচ্ছতা বাড়াতে হবে।”
তিনি বলেন, “দেশে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে আমাদের বিডা সম্প্রতি একটি সফল আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজন করেছে। সেখানে আমরা আমাদের সক্ষমতা এবং সুযোগগুলো সম্পর্কে অবহিত করেছি।
“বাংলাদেশে যারা উদ্যোক্তা আছেন, যারা নানা প্রতিবন্ধকতার মাঝেও বাংলাদেশকে আজ এ পর্যায়ে নিয়ে এসেছেন, আমি তাদের প্রতি আন্তরিক সম্মান জানাই- যারা এখানে নিজেদের পণ্যগুলো প্রদর্শন করতে নিয়ে এসেছেন। আমি বিদেশি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নেওয়ার জন্য।”
বাণিজ্য উপদেষ্টা বলেন, “আপনারা জেনে থাকবেন, সম্প্রতি আমরা আমাদের ট্রানশিপমেন্ট নিয়ে একটা ঝামেলায় পড়েছিলাম, আপনারা জেনে আনন্দিত হবেন, আমরা অত্যন্ত নির্বিঘ্নে সেই সমস্যা থেকে উত্তরণ করেছি। অনেকেই ধারণা করেছিলেন, এর ফলে হয়ত আমাদের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু সেরকম কিছুই হয়নি। বরং আমাদের রপ্তানি ব্যয় আরও কমবে।
“আমি আমাদের মন্ত্রণালয় থেকে আপনাদের (বিনিয়োগকারীদের) সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা দিচ্ছি। আপনাদের সমস্যার কথা আমাদের জানান। আমরা আপনাদের সবরকম সহায়তা করব এবং একসঙ্গে কাজ করব। আপনাদের সেবায় যখনই যেভাবে দরকার হবে, আমাকে পাবেন।”
আয়োজকরা জানিয়েছেন, প্রদর্শনীতে ১২০টির বেশি কোম্পানি অংশ নিয়েছে। সিঙ্গাপুর, লিবিয়া, কলম্বিয়া, আলজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভারত, ভুটান, মালদ্বীপ, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক সোর্সিং এজেন্ট ও ক্রেতা এতে অংশ নিয়েছেন। তারা প্রদর্শনী শেষে বাংলাদেশি উৎপাদনকারী বিভিন্ন শিল্পকারখানা পরিদর্শন করবেন।
সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের ইসিফোরজে প্রকল্পের পরিচালক আব্দুর রহিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সিনিয়র অপারেশন অফিসার ও ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সুহাইল কাসিম, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি শামীম আহমেদ।