“ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা দুঃখজনক,” লিখেছে তিনি।
Published : 19 Sep 2024, 10:02 PM
ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ‘দুঃখজনক’ মন্তব্য করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, মব-জাস্টিস কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় ফেইসবুকে এই প্রতিক্রিয়ার সঙ্গে অতিদ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন তিনি।
নাহিদ তার ভেরিফায়েড ফেইসবুকে আইডিতে লিখেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা দুঃখজনক। অতিদ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নিতে হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামে ‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে গণপিটুনিতে হত্যা আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে মোল্লা শামীমকে মারধর ও পরে মৃত্যুর প্ররিপ্রেক্ষিতে এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন নাহিদ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন, যিনি পরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন।
নাহিদ লিখেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ঢালাওভাবে 'বহিরাগত' নিয়ন্ত্রণ সম্ভব নয়, উচিতও নয়। সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন, যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাডেমিক পরিবেশ বিঘ্ন না ঘটে। একই সাথে রাজনৈতিক-সাংস্কৃতিক পরিসর যাতে উন্মুক্ত থাকে এবং জনগণের সাথে বিশ্ববিদ্যালয়ের মিথষ্ক্রিয়ারও সুযোগ থাকে৷
‘বহিরাগত জনগণ থেকে ঢাবি ক্যাম্পাসে ট্রাফিক নিয়ন্ত্রণ অতি জরুরি বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ লিখেছেন, বিশ্ববিদ্যালয় থেকে সুনির্দিষ্ট অভিযোগসহ এই অভ্যুত্থান ও বিগত বছরগুলোতে যারা ছাত্র-ছাত্রীদের নিপীড়ন করেছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে অতিদ্রুত মামলা করতে হবে।
ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করে সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনের উদ্যোগে নির্যাতনকারীদের তালিকা প্রণয়ন করতে হবে এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে দাবি তুলেছেন তিনি।
নির্যাতনকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অতিদ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা না নিলে উত্তেজিত মবকে নিয়ন্ত্রণ সম্ভব হবে না বলে মন্তব্য করে নাহিদ লিখেছেন, “তবে শিক্ষার্থীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মব-জাস্টিস গ্রহণযোগ্য নয় এবং কোনো সমাধানও আনবে না।”
সারজিস ও হাসনাতও মব-জাস্টিস বন্ধ চান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন, “মব-জাস্টিসের নামে নরপশুর ন্যায় নির্মমতা কখনোই সমর্থনযোগ্য নয়। আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ তৈরি হওয়া প্রয়োজন।
“মানসিক ভারসাম্যহীন হোক, চোর হোক অথবা দাগি আসামি হোক, কাউকে এভাবে পিটিয়ে মেরে ফেলার অধিকার বা সাহস কোনো একজন ব্যক্তি কীভাবে পান?”
আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহও একই মত দেন তার ফেইসবুক স্ট্যাটাসে।
তিনি লিখেছেন, “মব-জাস্টিস কোনো বিচার নয়। এটি শুধু আরও সহিংসতা ও অন্যায়ের কারণ হয়। আমরা ন্যায় বিচার চাই, সহিংসতা নয়।”