পরিবর্তন এসেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান পদেও।
Published : 15 Aug 2024, 10:54 PM
ক্ষমতার পালাবদলে পরিবর্তনের হাওয়ায় নতুন মুখ এসেছে সরকারের নজরদারি সংস্থার নেতৃত্বে।
রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত থাকা মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক করা হয়েছে।
এতদিন এনটিএমসির দায়িত্বে থাকা জিয়াউল আহসানের স্থলাভিষিক্ত হবেন রিদওয়ানুর।
ছাত্র-জনতার তুমুল গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ৬ অগাস্ট সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত করা হয় মেজর জেনারেল জিয়াউল আহসানকে।
পরিবর্তন এসেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান পদেও। মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে এ বাহিনীর মহাপরিচালক করার আদেশ জারি করা হয়েছে বৃহস্পতিবার রাতে।
রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে লে. জেনারেল মো. সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
সেনাবাহিনীর এই কর্মকর্তাকে বদলি করে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে গত ৬ অগাস্ট লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের পাঁচ কর্মকর্তার দায়িত্ব পুনর্বণ্টন করা হয়; সেই সঙ্গে টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়।
এরপর ১২ অগাস্ট পরিবর্তন আনা হয় আনসার ও ভিডিপির মহাপরিচালক পদেও। এতদিন দায়িত্বে থাকা মেজর জেনারেল এ কে এম আমিনুল হককে সরিয়ে দেওয়া হয়।