মাউই দ্বীপের দাবানলে এখন পর্যন্ত ১১১ জনের মৃত্যুর তথ্য এসেছে। নিখোঁজ আছেন এক হাজারের বেশি মানুষ।
Published : 18 Aug 2023, 07:13 PM
যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে প্রাণহানি ও সম্পদ ধ্বংসের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে চিঠি পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
মোমেনের লেখা চিঠি ১৬ অগাস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তরে পৌঁছে দেওয়ার কথা শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস।
মোমেনের বক্তব্য উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমি আপনার প্রতি, ও আপনার মাধ্যমে নিহত ও আহতদের পরিবার এবং এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাই।
“আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং নিহতদের আত্মার শান্তি কামনা করছি।”
গত ৮ অগাস্ট শতাব্দীর ভয়াবহতম আগুনে মাত্র কয়েক ঘণ্টায় পুড়ে ছাই হয়েছে যায় মাউই দ্বীপের ঐতিহ্যবাহী শহর লাহাইনা। শহরের ১৩ বর্গকিলোমিটার এলাকা আগুনের প্রচণ্ড তাপে গলে যাওয়া ধাতু আর পুড়ে যাওয়া অবকাঠামোর ধ্বংসস্তূপে পরিণত হয়।
শুক্রবার বিবিসির এক খবরে বলা হয়, ওই দাবানলে এখন পর্যন্ত ১১১ জনের মৃত্যুর তথ্য এসেছে। নিখোঁজ আছেন এক হাজারের বেশি মানুষ।
তাদের লাশের খোঁজে পোড়া ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি অভিযান চলছে ধীর গতিতে। বিশেষভাবে প্রশিক্ষিত শবসন্ধানী ২০টি কুকুর এ অনুসন্ধানে মূল ভূমিকা রাখছে। প্রাণীগুলোই লাশ খুঁজে উদ্ধারকর্মীদের সেখানে নিয়ে যাচ্ছে।
মোমেন চিঠিতে ব্লিংকেনকে বলেন, “মাউইর এই মর্মান্তিক ঘটনা আমাদেরকে জলবায়ু পরিবর্তনজনিত ধ্বংসযজ্ঞের ভয়াবহতা এবং এ ধরনের দুর্যোগের জন্য প্রস্তুতি ও ঝুঁকি হ্রাসের গুরুত্ব মনে করিয়ে দেয়।
“আমরা বাংলাদেশের সরকার ও জনগণ, আপনার এবং যুক্তরাষ্ট্রের জনগণের পাশে আছি এবং আপনাদের এই চ্যালেঞ্জিং সময়ে সমর্থন ও সংহতি জানাচ্ছি।”
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুদিন আগে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর কাছে ওই চিঠি হস্তান্তর করছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।