সাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা

এর প্রভাবে রাজধানীসহ সর্বত্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2022, 05:52 PM
Updated : 19 Sept 2022, 05:52 PM

বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে এই সতর্ক সংকেত দেখানোর পাশাপাশি সাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

এর প্রভাবে রাজধানীসহ সর্বত্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এরমধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় যা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।

আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে আভাস রয়েছে। আর গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে ৪০ মিলিমিটার।