সংবাদ প্রকাশের জেরে ২০২৩ সালের ১৪ জুন রাতে নাদিমের ওপর হামলা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুন মারা যান তিনি।
Published : 08 May 2024, 03:14 PM
জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
বাবুর এক আবেদনে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও কাজী এবাদত হোসেনের বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।
আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ জগলুল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
আমিন উদ্দিন মানিক পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাদিম হত্যা মামলার ১ নম্বর আসামি মাহমুদুল আলম বাবুর পক্ষে জামিন আবেদন করা হয়েছিল; কিন্তু হাই কোর্ট জামিন দেয়নি। তবে তাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে দুই সপ্তাহের রুল দিয়েছে।”
জামালপুরের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বরখাস্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু এ মামলায় এখন কারাগারে আছেন।
সংবাদ প্রকাশের জেরে ২০২৩ সালের ১৪ জুন রাতে বকশীগঞ্জে বাসায় ফেরার পথে উপজেলার পাটহাটি এলাকায় নাদিমের ওপর হামলা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুন বিকালে মারা যান তিনি।
এই হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশে ব্যাপক তোলপাড় হয়। অপরাধীর শাস্তির দাবিতে দেশব্যাপী সাংবাদিকরা সোচ্চার হন। পালিত হয় নানা কর্মসূচি।
ওই ঘটনায় ১৮ জুন নাদিমের স্ত্রী বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে বাবুকে গ্রেপ্তার করে পুলিশ।
পুরনো খবর
সাংবাদিক নাদিম হত্যা: প্রধান আসামি বাবুর জামিন স্থগিতই থাকল
সাংবাদিক নাদিম হত্যা: কে এই বাবু চেয়ারম্যান
প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড
সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবুকে পুলিশের কাছে সোপর্দ