Published : 24 Feb 2025, 09:13 PM
রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে টাকা ও সোনা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে, যেখানে আসামি করা হয়েছে ‘অজ্ঞাত ছয় থেকে সাতজনকে’।
গুলিবিদ্ধ ব্যবসায়ীর স্ত্রী হোসনেয়ারা সোমবার বিকালে মামলাটি করেন বলে জানিয়েছেন রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ।
রাত ৮টা পর্যন্ত কোনো গ্রেপ্তার না থাকার তথ্য দিয়ে ওসি বলেন, “চেষ্টা চলছে। আশা করছি খুব তাড়াতাড়ি আসামিদের ধরতে পারব।
“ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ ও ভাইরাল হওয়া ভিডিওটি পর্যালোচনা করা হচ্ছে। ওই বাসার দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপই নিচ্ছি, আমরা চেষ্টা করছি।”
রোববার রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর সড়কে নিজের বাসায় ঢোকার আগ মুহূর্তে আনোয়ার হোসেন নামের ওই গয়নার ব্যবসায়ী ছিনতাইকারীদের কবলে পড়েন।
আনোয়ার হোসেন বনশ্রীতে ‘অলংকার জুয়েলার্স’ নামে একটি গয়নার দোকান চালান।
ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ীর বরাতে ওসি বলেন, আনোয়ার হোসেনকে ঘিরে ধরে মোটরসাইকেলে আসা কয়েকজন। তারা তাকে গুলি করে সোনা ও টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে ব্যপক সমালোচনা শুরু হয়। সেখানে দেখা যায়, তিনটি মোটরসাইকেলে আসা ছয় থেকে সাতজন লোক আনোয়ারকে ঘিরে ধরে। এ সময় তাকে ছুরি মারতে এবং গুলি করতেও দেখা যায়। কয়েক সেকেন্ডের মধ্যে হামলাকারীরা তার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে উঠে চলে যায়।
বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে টাকা ও সোনা লুট, ভিডিও ভাইরাল
আহত আনোয়ার হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, তিনি বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। তখনই তাকে গুলি করে ও কুপিয়ে সঙ্গে থাকা সোনা ও টাকার ব্যাগ নিয়ে যায় ছিনতাইকারীরা।
এ ঘটনায় স্ত্রীর করা মামলার এজাহারে বলা হয়, ছিনতাইকারীরা ১৬০ ভরি সোনা ও নগদ এক লাখ টাকা নিয়ে গেছে।
যদিও ঘটনার পর ওই ব্যবসায়ীর বরাতে পুলিশ ২০০ ভরি সোনা ও নগদ এক লাখ টাকার কথা বলেছিল।