যেখান থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়, সেখান থেকে সাবেক এই মন্ত্রীর মনিপুরীপাড়ার বাসা প্রায় দুইশত গজ দূরে বলে পুলিশ কর্মকর্তারা বলেন।
Published : 06 Nov 2024, 07:31 PM
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের লাইসেন্স করা পিস্তল রাজধানীর মনিপুরী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশ মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে এ অস্ত্র উদ্ধার করে, যা বুধবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে।
তেজগাঁও থানার বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়ার ১৩২ ও ১৩৯ নং বাড়ির মধ্যবর্তী রাস্তায় পরিত্যক্ত অবস্থায় একটি শপিং ব্যাগ পাওয়া যায়।
"যেখানে তল্লাশি করে একটি প্লাস্টিকের অস্ত্রের বাক্স, ওই বাক্সে থাকা একটি ৩২ বোর ৭.৬২ মি.মি. পিস্তল, দুটি পিস্তলের ম্যাগাজিন, ২৫ রাউন্ড পিস্তলের গুলি, পাঁচটি ক্লিনিং কিট এবং একটি পিস্তলের লাইসেন্স জব্দ করা হয়।”
প্রাথমিক অনুসন্ধান ও প্রাপ্ত লাইসেন্স পর্যালোচনায় অস্ত্রের মালিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
যেখান থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়, সেখান থেকে সাবেক এই মন্ত্রীর মনিপুরীপাড়ার বাসা প্রায় দুইশত গজ দূরে বলে পুলিশ কর্মকর্তারা বলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে অস্ত্র ও গুলি তেজগাঁও থানা হেফাজতে রয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর সাবেক অন্য কয়েকজন মন্ত্রীদের মত আসাদুজ্জামান খান কামালও আত্মগোপনে চলে যান। সরকার পতনের পর থেকে তাকে দেশের মধ্যে প্রকাশে দেখা যায়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে এসেছে তিনি ভারতে চলে গেছেন। তবে দেশের বাইরে যাওয়ার কোনো প্রমাণ বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে নেই।
পুলিশ বলছে, সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে গণআন্দোলনের সময় হামলার ঘটনা ও হত্যাকাণ্ডের অভিযোগে একাধিক মামলা হয়েছে।