শিগগিরই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।
Published : 20 Dec 2024, 03:26 PM
লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সহিদ ইসলাম পাপুল, তার স্ত্রী সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও শ্যালিকা জেসমিন প্রধানের বিরুদ্ধে দুর্নীতির একটি মামলায় অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ মামলায় তাদের বিরুদ্ধে ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার এ অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
২০২০ সালের ১১ নভেম্বর পাপুল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদক এ মামলাটি করে। তাদের বিরুদ্ধে ২ কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১৪৮ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়।
মামলার বাদী দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন নিজেই মামলা তদন্ত করেন।
মামলার তদন্তের বিষয়ে দুদকের এক কর্মকর্তা বলেন, আসামিদের বিরুদ্ধে ১০ কোটি ৯৭ লাখ ৮ হাজার ৩২ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া, ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত ৩১৮ কোটি ২৮ লাখ ৪৮ হাজার টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্যও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার অভিযোগ ‘প্রমাণ’ হওয়ায় তাদের বিরুদ্ধে দুদক আইনের একটি ও মানিলন্ডারিং প্রতিবেরোধ আইনের দুটি ধারায় অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি বলেন, শিগগিরই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।
পাপুলের বিরুদ্ধে ‘অর্থ পাচার’ ও ‘অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগ তদন্তের অংশ হিসেবে ২০২০ সালে ২২ জুলাই সেলিনা ইসলাম ও জেসমিনকে জিজ্ঞাসাবাদও করে দুদক।
জনশক্তি রপ্তানিকারক পাপুলকে ২০২০ সালের ৬ জুন কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেপ্তার করে সে দেশের পুলিশ। মানব ও অর্থ পাচারের দায়ে ওই বছরের ২৯ জানুয়ারি কুয়েতের আদালত তাকে চার বছরের কারাদণ্ড দেয়।
সাধারণ শ্রমিক হিসাবে কুয়েত গিয়ে ‘বিশাল সাম্রাজ্য’ গড়া পাপুল ২০১৮ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন লক্ষ্মীপুরের আসনটিতে।
তখন ওই আসন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছিল। কিন্তু জাতীয় পার্টির প্রার্থী শেষ মূহূর্তে ভোট থেকে সরে দাঁড়ালে বিএনপিকে ঠেকাতে স্থানীয় আওয়ামী লীগ পাপুলের পক্ষে কাজ করেছিল।
পাপুল নিজে সংসদ সদস্য হওয়ার পর স্বতন্ত্র সংসদ সদস্যদের কোটায় পাওয়া সংরক্ষিত একটি আসনে তার স্ত্রী সেলিনাকে সংসদ সদস্য করে আনেন।
প্রবাসী উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন পাপুল।
পুরনো খবর:
কুয়েতে পাপুলের চার বছরের কারাদণ্ড
'অঢেল টাকা ছড়িয়ে' তারা আইনপ্রণেতা দম্পতি
এমপি পাপুল ও পরিবারের বিরুদ্ধে অর্থপাচারের মামলা সিআইডির