সোমবার সকালে মারা যান রোমান ক্যাথলিক চার্চের প্রথম লাতিন আমেরিকান এ নেতা।
Published : 21 Apr 2025, 06:38 PM
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‘গভীর শোক ও সমবেদনা’ জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
সোমবার এক শোকবার্তায় তিনি বলেছেন, “আমরা তার মৃত্যুতে এমন এক পোপ যুগের সমাপ্তি দেখলাম, যা ছিল মানবিক মর্যাদা, আন্তঃধর্মীয় সম্প্রীতি ও প্রান্তিক মানুষের ন্যায়বিচার আদায়ের গুণাবলিতে পরিপূর্ণ।
“তার নেতৃত্ব ধর্মীয় সীমার বাইরে গিয়েও লাখ লাখ মানুষকে আরও অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও মানবিক বিশ্ব গড়ে তোলার প্রচেষ্টাকে অনুপ্রাণিত করেছিল।”
মুহাম্মদ ইউনূস বলেন, “আমি পোপ ফ্রান্সিসের সঙ্গে বহুবার দেখা করতে এবং শান্তি, মানবিক মর্যাদা ও পরিবেশ সুরক্ষার লড়াইয়ে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে পেরে সম্মানিত বোধ করছি।”
সোমবার সকালে মারা যান রোমান ক্যাথলিক চার্চের প্রথম লাতিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিস।
এর আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ সপ্তাহ হাসপাতালে ছিলেন ৮৮ বছর বয়সী এ ধর্মীয় নেতা।
রোমের বিশপ হিসেবে তিনি বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চ এবং সার্বভৌম ভ্যাটিকান সিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৭ সালে বাংলাদেশেও এসেছিলেন পোপ ফ্রান্সিস।
সেই সফরের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা তার শোকবার্তায় বলেন, “পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্ব সম্প্রদায়ের শোকে বাংলাদেশের মানুষও শামিল হয়েছে, যারা তার ২০১৭ সালের আগমনের জন্য সম্মানিত বোধ করে।
“এই দুঃখের সময়ে আমরা ক্যাথলিক চার্চ এবং এ ধর্মে বিশ্বাসী মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। সেই সঙ্গে তার শিক্ষার গভীর প্রভাব এবং সবার প্রতি তার মানবিক আচরণকে স্মরণ করছি।”
প্রধান উপদেষ্টা বলেন, “তার বিদেহী আত্মা চির শান্তিতে থাকুক। তিনি দয়া ও মানবিকতা সম্পন্ন যে ঐক্যবদ্ধ বিশ্ব গড়ার স্বপ্ন দেখতেন, আমরা যেন তার প্রতি শ্রদ্ধা জানানো অব্যাহত রাখতে পারি।”