গত ২৬ জানুয়ারি রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি।
Published : 21 Apr 2025, 05:42 PM
সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমানের সাতটি ব্যাংক হিসাব, তিনটি প্রতিষ্ঠানের নামে থাকা সাড়ে তিন লাখ শেয়ারের অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এছাড়া দুটি গাড়ি জব্দের আদেশ দেওয়া হয়েছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, অবরুদ্ধ হওয়া শেয়ারের মধ্যে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের তিন লাখ ৫৯ হাজার ৫০০টি শেয়ার, এনাম অ্যাডুকেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ভিলেজের ১০ হাজার এবং এনাম ক্যান্সার হাসপাতালের ১০ হাজার শেয়ার রয়েছে। এছাড়া এক কোটি ৪৬ লাখ টাকা মূল্যের দুটি গাড়ি জব্দ করা হয়েছে।
এদিন দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা এ আবেদন করেন।
এতে বলা হয়, আসামি নিজের ও স্বার্থ সংশ্লিষ্ট হিসাবের অর্থ হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ অবরুদ্ধ ও ক্রোক করা আবশ্যক।
এর আগে গত ১০ মার্চ এনামুর রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক।
মামলার বিবরণ অনুযায়ী, এনামুর রহমানের নামে জ্ঞাত আয় বহির্ভূত ৬ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৭৮৫ টাকার সম্পদের তথ্য মিলেছে। এছাড়া তার পাঁচটি ব্যাংক হিসাবে ১২ কোটি ৬৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
গত ২৬ জানুয়ারি রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এনামুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
২০১৩ সালের রানা প্লাজা ধসের পর আহতদের একটি বড় অংশের চিকিৎসা হয়েছিল এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। এতে এনামুরের প্রশংসা ছড়িয়ে পড়ে।
এর আগে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ না থাকলেও ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে তাকে নৌকা প্রতীক দেয় ক্ষমতাসীন দল।
বিএনপি-জামায়াত জোটের বর্জনের সেই নির্বাচনে জনপ্রিয়তার পরীক্ষা দিতে হয়নি এনামুরকে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে সংসদে আসেন তিনি।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে জয় লাভ করেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
তবে ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। কিন্তু তাকে হারিয়ে বিজয়ী হন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম, যিনি আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।