চূড়া থেকে নামিয়ে আনা হয়েছে তাকে, জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
Published : 07 Apr 2023, 12:53 AM
সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভের গ্লাস টাওয়ার ১৫০ ফুট উঁচু, সেখানেই কিনা উঠে বসল এক যুবক। আর তাকে নামিয়ে আনতে হল ফায়ার সার্ভিসকে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুজন মিয়া (২৫) নামে ওই যুবক কাচের ওই টাওয়ার বেয়ে চূড়ায় উঠে পড়েন বলে পুলিশ জানিয়েছে।
ডিএমপির রমনা বিভাগের উপ কমিশনার মো. শহিদুল্লাহ্ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপরে উঠার পর সে গ্লাস খুলে ফেলে। খুলতে গিয়ে গ্লাস নিচে পড়ে যায়। বিকট শব্দ হলে আশে-পাশের লোকজন গিয়ে সেখানে জড়ো হয়।”
পুলিশ খবর পেয়ে সেখানে যাওয়ার পর পরিস্থতি দেখে ফায়ার সার্ভিসকে আসতে বলে। তখন ফায়ার সার্ভিস গিয়ে ওই যুবককে নামিয়ে আনে।
ফরাসি নাগরিক আঁলা রবার এভাবে ভবন বেয়ে ওঠার জন্য বিশ্বজুড়ে পরিচিত। তাকে ‘স্পাইডারম্যান’ বলে ডাকা হয়। ভবনে চড়া তার নেশার মতো।
মোটর মেকানিক সুজন তিনি কী কারণে গ্লাস টাওয়ারের চূড়ায় উঠছিলেন, তা জানা যায়নি।
শাহবাগ থানায় রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা শহিদুল্লাহ।