আগামী ২০ জানুয়ারি এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছে আদালত।
Published : 13 Jan 2025, 06:50 PM
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম সোমবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে এ আবেদন করেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ২০ জানুয়ারি এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছে আদালত।
গত ১ জানুয়ারি আনিসুল হকের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি করেন কমিশনের উপপরিচালক জাহাঙ্গীর আলম। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ মার্চ দিন ধার্য রয়েছে।
এ মামলায় আনিসুল হকের বিরুদ্ধে সরকারের দায়িত্বশীল পদে থেকে ‘অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসঙ্গতিপূর্ণ’ ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, আনিসুল হক নিজে ও বিভিন্নজনের মাধ্যমে ২৯টি ব্যাংক হিসাবে প্রায় ৬৬৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
গত ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আট দিনের মাথায় ১৩ অগাস্ট ঢাকার সদরঘাট থেকে আনিসুল হককে গ্রেপ্তারের তথ্য দেয় পুলিশ।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে হতাহতের ঘটনায় নিউ মার্কেট থানার এক মামলায় ‘ইন্ধনদাতা’ হিসেবে তাকে গ্রেপ্তারের কথা বলা হয়। পরে তাকে আরও অনেক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
তার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকেও গ্রেপ্তারের তথ্য দেওয়া হয় ওইদিন। ২০১৪ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন আনিসুল হক। সেসময় তাকে আইনমন্ত্রী করা হয়।
২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে তিনি আবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে একই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
সবশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আনিসুল হক। তৃতীয়বারের মত তাকে আইন মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব দেন শেখ হাসিনা।