২১ জনের সংক্ষিপ্ত বিচার করছেন বিচারিক হাকিমরা৷ এদের মধ্যে একজন খালাস পেয়েছেন অভিযোগ থেকে।
Published : 29 May 2024, 10:57 PM
তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে ২০ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন বিচারিক হাকিমরা।
বুধবার ভোটের দিন দেশের বিভিন্ন স্থানে এসব সাজার রায়ে কাউকে এক মাসের এবং কাউকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদের বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড করা হয়।
এদিন ৮৭ উপজেলা পরিষদে ভোট নেওয়া হয়।
নির্বাচন শেষে নির্বাচন কমিশনের আইন শাখার উপ সচিব আবদুছ সালাম জানান, নির্বাচনে ২১ জনের সংক্ষিপ্ত বিচার করছেন বিচারিক হাকিমরা৷ এদের মধ্যে একজন খালাস পেয়েছেন অভিযোগ থেকে। অন্যরা বিভিন্ন মেয়াদে অর্থদণ্ড ও কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।
এদের মধ্যে সবচেয়ে বেশি জরিমানা করা হয় ফেনীর দাগনভূঁইয়ায় পাঁচজন ও সুনামগঞ্জের দোয়ারাবাজারে তিনজনকে।