প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের পদক পরিয়ে দেন।
Published : 27 Feb 2024, 02:43 PM
সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজ এবং প্রশংসনীয় কর্তব্যনিষ্ঠার স্বীকৃতিতে চলতি বছরের পুলিশ পদক পেলেন ৪০০ পুলিশ সদস্য।
রাজারবাগ পুলিশ লাইনসে মঙ্গলবার জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর মধ্যে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিতে ৩৫ পুলিশ সদস্য পেয়েছেন ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ এবং ৬০ জন পেয়েছেন ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’।
অপরদিকে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামলূক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পেয়েছেন ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ এবং ২১০ জন পেয়েছেন ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’।
বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা- এই চারটি ক্যাটাগরিতে অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর পুরস্কৃত করা হয় পুলিশ সদস্যদের।
এবার পুরস্কৃতদরে মধ্যে থেকে জীবন উৎসর্গকারী নয়জনের পরিবারের সদস্যদের হাতে মরণোত্তর বিপিএম পদক তুলে দেন প্রধানমন্ত্রী।
এর আগে ২০২২ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ১১৫ পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়েছিল। ২০২১ সালে ১১২ জন, ২০২০ সালে ১১৮ জন, ২০১৯ সালে ৩৪৯ জন, ২০১৮ সালে ১৮২ জন, ২০১৭ সালে ১৩২ জন, ২০১৬ সালে ১২২ জন, ২০১৫ সালে ৮৬ পুলিশ সদস্য বিপিএম-পিপিএম পদক লাভ করেন।