এখন নাগরিকদের যে ই-পাসপোর্ট দেওয়া হচ্ছে তাতে লেখা হয় শুধু- ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’।
Published : 13 Apr 2025, 08:10 PM
বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত সব দেশে গ্রহণযোগ্য’ লেখা শব্দবন্ধ আবার ফেরত আসছে।
এ সংক্রান্ত একটি চিঠি গত ৭ এপ্রিল পাসপোর্ট অধিদপ্তরকে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
চিঠির বিষয়টি রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়।
“উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো,” বলা হয়েছে চিঠিতে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে চিঠির বিষয়টি উদ্ধৃত করে বলা হয়, “চিঠির বিষয়ে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ করা হয়েছে।”
মন্ত্রণালয়ের চিঠির বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এসএমএস করেও তার সাড়া মেলেনি।
ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি দপ্তর।
বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টে এক সময় লেখা থাকত- ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সসেপ্ট ইসরায়েল, তাইওয়ান অ্যান্ড দ্য রিপাবলিক অব সাউথ আফ্রিকা’ কথাটি।
পরে দক্ষিণ আফ্রিকা ও তাইওয়ানের নামটি ওই নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ গেলেও ইসরায়েল থেকে যায়।
পরবর্তীতে হাতে লেখা পাসপোর্ট থেকে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) চালুর পরও আগের মতো প্রথম পৃষ্ঠায়ই লেখাটি ছিল।
এমআরপির পর এখন নাগরিকদের যে ই-পাসপোর্ট দেওয়া হচ্ছে তাতে লেখা হয় শুধু- ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’।
২০২১ সালে গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধের মধ্যে পাসপোর্টের ওই পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হলে সেসময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, পাসপোর্টের ‘আন্তর্জাতিক মান’ রাখতে গিয়েই ওই পরিবর্তন করা হয়েছিল।
আট দশক ধরে মধ্যপ্রাচ্যে জিইয়ে থাকা ফিলিস্তিন-ইসরায়েল দ্বন্দ্বে বাংলাদেশ শুরু থেকেই ফিলিস্তিনিদের পক্ষে। ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি বাংলাদেশ, ফলে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্কও নেই। বিপরীতে ফিলিস্তিনের দূতাবাস রয়েছে ঢাকায়।
পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি এমন সময়ে ফেরানো হচ্ছে, যখন গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বিক্ষোভ হচ্ছে।
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শনিবার ঢাকার সোহরোওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ নামের বিশাল গণজমায়েত হয়।