একই সময়ে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, জয়পরহাট, রাজশাহীসহ বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালন করা হয়।
Published : 21 Nov 2023, 06:49 PM
গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরাইলের বর্বর হামলা এবং বাংলাদেশে রাজনীতির নামে অগ্নিদগ্ধ হয়ে নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বালন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।
একই সময়ে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, জয়পরহাট, রাজশাহীসহ বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালন করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
সন্ধ্যা সাড়ে ৫টায় শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলনের আগে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার এবং সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
রামেন্দু মজুমদার বলেন, “ফিলিস্তিনে ইসরায়েল বাহিনীর আক্রমণে যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, টেলিভিশনে বা খবরে আমরা সেই দৃশ্য দেখছি। এসব ভয়াবহ দৃশ্য সহ্য করার মতো নয়। তেমনি বাংলাদেশেও আন্দোলনের নামে যেভাবে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা চাই সকল অন্ধকার দূর হয়ে পৃথিবীতে আলো ফিরে আসুক। এই আলো সকল অন্ধকার দূর করে দিক।”
সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, “যে কারোরই রাজনীতি করার অধিকার আছে, তবে রাজনীতির নামে মানুষ হত্যা মেনে নেওয়া যায় না। আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে সমাধান করুন।”
গোলাম কুদ্দুছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা ছাড়াও আজকে একই সময়ে দেশের বিভিন্ন জেলা শহরে এই প্রদীপ প্রজ্জ্বালন কর্মসূচি পালন করা হয়েছে।
কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সহ-সভাপতি মীর বরকত ও ঝুনা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আজহারুল হক আজাদ, সহ-সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিনু হক, আবৃত্তিশিল্পী শাহাদাৎ হোসেন নিপু, নাট্যশিল্পী আবু আজাদসহ অনেকে।