“যারা যোগ্য তাদেরকে আমরা পদোন্নতি দিব৷ আমরা চেষ্টা করছি ডিসেম্বর মাসের মধ্যেই এই কাজ শেষ করার৷”
Published : 03 Dec 2024, 04:07 PM
প্রশাসন বাদে ২৫ ক্যাডারের বঞ্চিত উপসচিবদের ডিসেম্বরের মধ্যে পদোন্নতি দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “প্রশাসন ক্যাডার ব্যতীত বাকি ২৫ ক্যাডারের মধ্যে পদোন্নতির পাওয়ার যোগ্য এমন উপসচিবদের নিয়ে আমরা কাজ করছি৷
“এসএসবির যারা সদস্য রয়েছেন তারা আমাদের বলেছেন ‘এই কাজটি আগে ধরে শেষ করুন’৷ আমরা ওইটা নিয়েই কাজ করছি৷”
ওবায়দুর রহমান বলেন, “যাদের এসিআর (বার্ষিক গোপনীয় প্রতিবেদন) এবং ডিপি (ডিপার্টমেন্টাল প্রসেডিং) রয়েছে তারা পদোন্নতি পাবেন না৷ ১৯৪ জনের সবাই তো যোগ্য না৷ বিভিন্ন ধরনের রিপোর্ট আছে৷ যারা যোগ্য তাদেরকে আমরা পদোন্নতি দিব৷ আমরা চেষ্টা করছি ডিসেম্বর মাসের মধ্যেই এই কাজ শেষ করার৷”
এর আগে গত গত ১৮ নভেম্বর এ মন্ত্রণালয়ের সাবেক এপিডি মো. আব্দুর রউফ জানিয়েছিলেন, বিষয়টা ইতিবাচকভাবে দেখার চেষ্টা করবে সরকার।
“যারা একটু বেশি সিনিয়র এবং যারা দেরিতে উপসচিব হয়েছেন তাদেরকে আমরা আগে বিবেচনা করব। আমরা তাদের জন্য সর্বোচ্চটা করার চেষ্টা করা হবে,” বলেছিলেন তিনি।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে।
গত ১৫ বছরে যে কর্মকর্তারা নানাভাবে বঞ্চিত ছিলেন, তাদের পদোন্নতিও দেওয়া হচ্ছে।
প্রশাসনে আরো পদোন্নতি আসছেপ্রশাসনে আরো পদোন্নতি আসছে
গত ১৩ অগাস্ট ‘বঞ্চিত’ ১১৭ কর্মকর্তা উপসচিব পদে পদোন্নতি পান। ১৮ অগাস্ট একসঙ্গে ২০১ জনকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।
সেপ্টেম্বরে সব জেলায় ডিসিও বদলে ফেলা হয়। সে সময় ‘বঞ্চিত’ উপসচিবরা সচিবালয়ে গিয়ে দিনভর হট্টগোলও করেন।
সবশেষ জনপ্রশাসন সচিব মো. মোখলেস উর রহমান গত ২৪ নভেম্বর প্রশাসনে আরেক দফা পদোন্নতি ও রদবদলের আভাস দিয়েছিলেন।
জনপ্রশাসনে উপসচিব থেকে যুগ্ম সচিব এবং যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে আবারও তাড়াতাড়ি পদোন্নতি দেওয়ার প্রস্তুতি চলছে বলে ওইদিন জানিয়েছিলেন তিনি।