এসব ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
Published : 07 Jan 2024, 01:19 PM
ভোট শুরুর আগে এবং ভোট চলার সময় রাজধানীর তিনটি কেন্দ্রের বাইরে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন শিশুসহ চার জন।
রোববার ভোট শুরুর পর সকাল ১০টার দিকে খিলক্ষেতে অন্বেষণ স্কুল কেন্দ্রের বাইরে পরপর দুইটি বোমার বিস্ফোরণ ঘটে।
আর ভোট শুরুর আগে সকাল ৭টার দিকে সায়দাবাদের করাতিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
এই ঘটনায় একজন আহত হন বলে জানান পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার ইকবাল হোসাইন।
এসব ঘটনার পর সর্তকতা বাড়নো হয়েছে জানিয়ে তিনি বলেন, ভোটগ্রহণে কোনো সমস্যা হচ্ছে না।
এরপর বেলা ১২টার দিকে হাজারিবাগে ককটেল বিস্ফোরণের খবর দেন রমনা বিভাগের উপকমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন।
তিনি বলেন, “জামিয়া আলিয়া মাদ্রসার কাছে একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন আহত হন। তবে ভোটে এর কোনো প্রভাব পড়েনি। সব স্বাভাবিক রয়েছে।”
তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, “বোমায় আহত একটি শিশুসহ তিনজন এসেছিল হাজারিবাগ থেকে। প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে গেছে।”
তিনি জানান, অত্যন্ত সতর্কতা এবং পেশাদারিত্বের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
এসব ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।