এক বছরের জন্য তাকে এ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে।
Published : 07 Nov 2024, 11:26 PM
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে প্রথম সচিব (প্রেস) হিসেব সাংবাদিক তারিকুল ইসলাম ভূঁইয়াকে বেছে নিয়েছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার এক বছরের জন্য তাকে এ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তারিক চয়ন নামে পরিচিত এই সাংবাদিক গত সেপ্টেম্বর পর্যন্ত দৈনিক মানবজমিন পত্রিকায় কাজ করতেন।
ছাত্র-জনতার প্রবল গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনের পাশাপাশি বিদেশে বাংলাদেশ দূতাবাস ও হাই কমিশনেও রদবদল করা হচ্ছে।
চু্ক্তি বা প্রেষণে বিদেশি মিশনে দায়িত্ব পালন করা রাষ্ট্রদূত ও হাই কমিশনারসহ অনেককে ঢাকায় ফেরত আনছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অনেকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
সেটির ধারাবাহিকতায় গত ১৮ অগাস্ট কলকাতা উপ হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) সাংবাদিক রঞ্জন সেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
প্রথম সচিবের এ পদে তারিকুলকে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, তিনি অন্য যেকোনো পেশা বা ব্যবসা প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করে যোগ দেওয়ার দিন থেকে এক বছর মেয়াদে এ দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তির মাধ্যমে ঠিক করা হবে।
এবার চাকরি গেল মিথিলা, অপর্ণা, আসিব ও রঞ্জনের