যানজটের কথা মাথায় রেখে শিক্ষার্থীদের সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
Published : 29 Oct 2024, 02:06 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে মুক্তি এবং স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর থেকে শিক্ষার্থীদের অবস্থানের কারণে আশপাশের সড়কগুলোতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
আন্দোলনকারীদের একজন ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আফজাল হোসেন রাকিব বলেন, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। কিন্তু তাদের দাবির বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে না।
“কর্তৃপক্ষ বলেছিল তারা এ ব্যাপারে কমিশন গঠন করবে, সেটাও করা হয়নি। কমিশন গঠন করলেই আমরা রাস্তা থেকেই চলে যাব।"
সাত কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনে গত ২৪ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে। ওই কমিটিকে সুপারিশ দিতে ৬ সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে।
এই কমিটি বাতিল করে অবিলম্বে কমিশন গঠনের দাবি তুলেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে শিক্ষা মন্ত্রণালয়।
কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
এর আগে গত ২১ ও ২৩ অক্টোবরও সায়েন্সল্যাব মোড় অবরোধ করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিক্ষোভ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
সোহরাওয়ার্দীতে যাওয়ার পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার
সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবস্থানের কারণে মিরপুর রোডসহ আশেপাশের সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। কেউ কেউ বাস থেকে নেমে হেঁটে গন্তব্যস্থলে যাচ্ছেন। কেউ আবার গাড়ি ঘুরিয়ে ভিন্ন পথে যাওয়ার চেষ্টা করায় যানজট প্রকট আকার ধারণ করেছে।
এই পরিস্থিতিতে সড়ক বন্ধ করে আন্দোলন না করে শিক্ষার্থীদের সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার সকালে চাঁনখারপুলে পুরাতন কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গিয়ে তিনি বলেন, “যারা সড়ক অবরোধ করছে, তারাই আবার যানজট সম্পর্কে বলছে। যারা যানজট সৃষ্টি করছে, তারাই বলছে ঢাকা শহরে যানজট।
“এখন আমি কোথায় যাব আপনারা বলেন? আমাকে একটা সমাধান দেন।”
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এখন তারা যদি রাস্তাটা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে আইসা অনুষ্ঠানটা করে, সেইখানে তাদের বক্তব্য দিক। সোহারাওয়ার্দী উদ্যানে এসে করুক, তাইলে তো আর যানজট হয় না। এসব ক্ষেত্রে সচেতন হতে হবে।”
যানজট নিরসনের জন্য ইতোমধ্যে শিক্ষার্থীদের দায়িত্ব ও প্রশিক্ষণ দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “রাস্তা বাড়তেছে না, কিন্তু প্রতিদিন গাড়ি ঠিকই বাড়তেছে। মানুষ কর্মসংস্থানের জন্য ঢাকায় আসছে, মানুষ বাড়তেছে।
“সবাই রাস্তা চায়, কিন্তু যদি জায়গা চাওয়া হয়- কেউ তার বাড়ি থেকে এক ফিট জায়গা ছাড়বে না।”