সাবেক এই দুই পুলিশ কর্মকর্তাই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা রয়েছে।
Published : 17 Mar 2025, 04:33 PM
বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পর পুলিশে ব্যাপক রদবদলের ধারাবাহিকতায় এবার এক ডিআইজিসহ দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
এরা হলেন সারদায় পুলিশ একাডেমিতে সংযুক্ত ডিআইজি মোল্যা নজরুল ইসলাম এবং সিলেটের সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নান।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত দুইটি পৃথক প্রজ্ঞাপন জারি করলেও তার সোমবার প্রকাশ করা হয়।
সাবেক এই দুই পুলিশ কর্মকর্তাই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা রয়েছে।
মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে ঢাকার গুলশান থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয় গত বছর ৫ অক্টোবর। গত ৯ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমৈ কারাগারে পাঠানো হয়।
আর আব্দুল মান্নানের বিরুদ্ধে সিলেটের গোপালগঞ্জ মডেল থানায় এ বছর ৮ জানুয়ারি একটি হত্যা চেষ্টা মামলা হয়।
এই মামলায় গত ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়।
তাদের দুইজনকেই সরকারি চাকরি আইন ২০১৮ সালের ৫৭ নম্বর আইনের ৩৯ (২) ধারা অনুযায়ী সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণাণলয়ে ওএসডি হয়ে থাকা অতিরিক্ত ডিআইজি ঢাকা মহানগর পুলিশের সাবেক উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ, সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান এবং নীলফামারির ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট নোয়াখালীর সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানকে একই আইনে সাময়িক বরখাস্ত করা হয়।
এই তিনজনও গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
ডিআইজি মোল্যা নজরুল, স্বরাষ্ট্রের সাবেক ২ কর্মকর্তার বিরুদ্ধে
হত্যাচেষ্টার মামলায় ডিআইজি মোল্যা নজরুল ৫ দিনের রিমান্ডে