১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
কবি, লেখক ও উন্নয়ন গবেষক। পাশাপাশি গান ও চিত্রনাট্য লেখেন। জন্ম- ২৫ ডিসেম্বর, ১৯৯১, বরিশাল। পড়াশোনা করেছেন বরিশাল ক্যাডেট কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞানে। প্রকাশিত কবিতার বই চারটি— ‘নিচের ঠোঁট কামড়ে ধরে কাঁদতে নেই’, ‘প্রার্থনা ও প্রেমে শরিক রাখতে নেই’, ‘প্রত্যেকেই পৃথক পৃথিবী’ ও 'ছায়াবৃক্ষ হারিয়েছে গেছে'। গদ্যের বই— ‘কাচের কুয়াশা’, ‘প্রাপক পানকৌড়ি’ ও ‘রাজহাঁসের চিঠি’। রম্য— ‘ক্যাডেট রম্য’। বর্তমানে ব্র্যাক-এ কর্মরত।