২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
জন্ম ১৯৬৮ সালের পহেলা মে, পিরোজপুরে। প্রকাশিত বইয়ের সংখ্যা ৮০-এর বেশি। এ তালিকায় অন্যতম ‘আঠারো বছর পর একদিন’, ‘আমার বীনু খালা’, ‘একটি খুনের প্রস্তুতি বৈঠকের পর’, ‘নায়ক ও নায়িকারা’, ‘বঙ্গবন্ধু ও রাসেলের গল্প’, ‘উত্তাল মার্চ ১৯৭১’, ‘ইলিশের মাংস’, ‘ক্রিকেট বিভ্রাট ও বঙ্গবন্ধু জিজ্ঞাসা’ প্রভৃতি। পেয়েছেন ‘নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার ২০০৮’, ‘অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার ২০০৯’-এর পাশাপাশি বেশকিছু সম্মাননা।