২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
আবু আফজাল সালেহ ১৯৮১ সালের ১৫ অক্টোবর চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার মদনা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলায় স্নাতকোত্তর করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। তিনি সরকারি চাকুরির পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন দৈনিক, পোর্টাল ও ম্যাগাজিনে নিয়মিত কবিতা, প্রবন্ধ, ফিচার, কলাম লেখালেখি করছেন। ‘বার বার ফিরে আসি (২০১৮)’, ‘ছড়ায় ছড়ায় উৎসব (২০১৮)’ এবং ‘বলেই ফেলি ভালোবাসি (২০২২)’ শিরোনামে তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য সাহিত্য পুরস্কার ‘চাঁদপুর চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজি পদক-২০২১’।