বাংলা গানে রবীন্দ্রনাথ ৩

গোলাম মুরশিদ
Published : 21 Nov 2020, 03:34 AM
Updated : 21 Nov 2020, 03:34 AM


রবীন্দ্রসংগীতকে এক সময়ে বলা হতো 'রবিবাবুর গান'। কবে থেকে 'রবিবাবুর গান' 'রবীন্দ্রসংগীতে' পরিণত হলো? আর রবীন্দ্রসংগীতের চরিত্র সম্পর্কে বলা হতো, এ গান হলো 'মেয়েলি গান'। গাইতেনও প্রধানত মেয়েরা। কবে থেকে এ গান 'পুরুষালি গান' বলে গণ্য হলো? এ ছাড়া, রবীন্দ্রনাথের গানে এক সময়ে তবলা বাজানোর অনুমতি মিলতো না। কী করে তবলা এসে ঢুকে পড়লো রবীন্দ্রসংগীতের জগতে? ১৯২২ সালে রবীন্দ্রনাথ নিজে তাঁর গানের সঙ্গে হারমোনিয়াম বাজাতে নিষেধ করেছিলেন। সে গানে হারমোনিয়াম ফিরলো কবে? ১৯৩০-এর দশকে রবীন্দ্রসংগীতের জনপ্রিয়তা ছিলো সামান্যই। জনপ্রিয়তার মাপে এ গান নজরুলগীতির ধারে কাছেও যেতো না। কখন রবীন্দ্রসংগীত জনপ্রিয় হলো? এসব নিয়ে আলোচনা থাকবে আগামী পর্বে। তবে অনিবার্য কারণে আজ নয়, সে লেখাটি প্রকাশিত হবে আগামী শুক্রবার।