কবিতা ক্যাফের আয়োজন ‘বিজয়ের কথা ও কবিতা’।

নাহিদা আশরাফী
Published : 19 Dec 2018, 05:54 AM
Updated : 19 Dec 2018, 05:54 AM


মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা কাঁটাবনস্থ কবিতা ক্যাফে আয়োজন করে 'বিজয়ের কথা ও কবিতা'। কবি সাহিত্যিক ও সুধীজনের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনের কথা কবিতায় ছিলেন, জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা, কবি কথাসাহিত্যিক ঝর্না রহমান, কবি মজিদ মাহমুদ, কবি তপন বাগচী, কথাসাহিত্যিক জাকির তালুকদার, পশ্চিমবঙ্গের কবি অমিত গোস্বামী, কবি ফরিদুজ্জামান, ছড়াকার হাসনাত আমজাদ, মুক্তিযোদ্ধা কবি আবদুর রাজ্জাক, কবি গাজী লতিফ, ছড়াকার ইউসুফ রেজা, কবি আহমেদ শিপলু, কবি ইশরাত তানিয়া, কবি শারমিন সুলতানা রীনা, কবি মীর আকরাম, কবি শিফাত শাহরিয়ার, কবি রাহান তাপস, কবি রুদ্রাক্ষ রায়হান, কবি সুধীর কর প্রমুখ।
আবৃত্তি করেন ড.শাহাদাৎ হোসেন নিপু, মাসুম আজিজুল বাসার, মধুসূদন মিহির চক্রবর্তী, রশীদ কামাল, সৈয়দ একতেদার হোসেনসহ ত্রিলোক বাচিক পাঠশালার বন্ধুরা। আয়োজক কবিতা ক্যাফের পক্ষে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কবি আশরাফ জুয়েল এবং অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন কবি নাহিদা আশরাফী। অনুষ্ঠানটির প্রানবন্ত সঞ্চালনায় ছিলেন কবি সোহাগ সিদ্দিকী।

উল্লেখ্য যে, সাহিত্য বিষয়ক নানান আয়োজনে, লেখক, পাঠক ও সমালোচকদের আড্ডায় প্রতিদিন জমজমাট হয়ে উঠছে কবিতা ক্যাফে।