এডওয়ার্ড লিয়ার-এর আরও লিমেরিক

বঙ্গানুবাদ : হোসাইন রিদওয়ান আলী খান

হোসাইন রিদওয়ান আলী খানহোসাইন রিদওয়ান আলী খান
Published : 5 Oct 2022, 10:33 AM
Updated : 5 Oct 2022, 10:33 AM

ভয়াবহ ষাঁড় এক যেই করে তাড়া,

রুখে বলে — “মজা আজ দেখাবো যে, দাঁড়া।”

ষাঁড় তাতে ভয় পেয়ে

ঘুরে চলে’ যায় ধেয়ে;

ভাবে মনে আজ আর নাই বুঝি চারা।

একটি বুড়ো গবেট ছিল পঞ্চগড়ে।

ঢং দেখে তার বলল লোকে ক্রুদ্ধস্বরে —

“আঙ্গুলেরই ডগায় যদু

ভর দিয়ে কী পাবে মধু;

হাঁটছ তো খুব! উড়তে কি চাও এমনি করে?”

এক ছিল বুড়ো লোক, দাড়ি তার খাসা,

বলল সে-- “এতখানি ছিল কার আশা!

এক কুঁড়ো, দু’টি প্যাঁচা,

শালিক, চড়াই আর হাঁড়িচাঁচা,

বাস করে দাড়িটায়, এ কী দুর্বাসা!”


দারুণ ছোট একটি বুড়ো ছিল চীনে;

এমন ছোট কেউ ছিল না কোনও দিনে।

তাকে দেখে কুকুরছানা

ভাবে, এ যে জবর খানা;

অমনি তাকে ফেলল খেয়ে মশলা-বিনে।

এক বুড়ো ছেলেদের ডেকে এনে ভোজ দেয়।

কিন্তু স্বভাবে তারা ঠিক বানরের ন্যায়।

গেলে এত ভেড়া খাশি,

করে এত বদমাশি;

দেখে তার কাজ সারা, পিলেখানা চমকায়।

এক বুড়ো লোক ছিল ডিমলায়,

পড়ল সে ঝোলে ভরা গামলায়;

রাঁধুনীটি “রোসো” বলে’

আংটাতে টেনে তোলে,

এইভাবে বুড়োকে সে শামলায়।