হাসুরা আক্তার রুমকির ছবি নিয়ে ‘সেল্ফ অ্যান্ড আদার্স’

প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি ১ ফেব্রুয়ারি শেষ হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2023, 12:01 PM
Updated : 26 Jan 2023, 12:01 PM

ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে হাসুরা আক্তার রুমকির ‘সেল্ফ অ্যান্ড আদার্স’ শীর্ষক প্রদর্শনী শুরু হচ্ছে শুক্রবার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার বিকালে শিল্পী শাহাবুদ্দিন আহমেদ প্রদর্শনীর উদ্বোধন করবেন; উপস্থিত থাকবেন অভিনয়শিল্পী শমী কায়সার।

প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। শেষ হবে ১ ফেব্রুয়ারি।

রুমকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওরিয়েন্টাল আর্ট বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন।

২০২১ সালে জাপানের কাহাল আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক শিল্প প্রদর্শনীতে তিনি গ্র্যান্ড অ্যাওয়ার্ড পান। এছাড়া তিনি কয়েকটি গ্রুপ আর্ট প্রদর্শনী, কর্মশালা, আর্টক্যাম্প, প্রকল্প ও আর্ট রেসিডেন্সিতে অংশগ্রহণ করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “হাসুরা আক্তার রুমকির চিত্রকর্মের মূল বিষয় হল মানুষ। তার শিল্পকর্মের বৈশিষ্ট্য দ্য ভিঞ্চির ‘একজন মানুষের মুখ তার আত্মার জানালা’ প্রবাদটির আলোকে বোঝা যায়।

রুমকি প্যাস্টেল, অ্যাক্রেলিক, চারকোলসহ অন্যান্য মাধ্যমে দক্ষ এবং তিনি অতি পরিচিত বিষয় না একে বরং সে রূপের বাইরে, অদৃশ্য জগতকে স্পর্শ করতে চান; তার পেইন্টিংয়ে মায়া ও মানুষের মধ্যে সংযোগের আকাঙ্ক্ষা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে মন্তব্য করা হয়।