কবি মহাদেব সাহার অসুস্থতা বেড়েছে

এই কবি এখন শয্যাশায়ী, নিজে কিছুই করতে পারছেন না। সার্বক্ষণিক তাকে দেখাশোনা করতে হচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2023, 11:54 AM
Updated : 30 March 2023, 11:54 AM

হৃদরোগ ও ফুসফুসের সমস্যার সঙ্গে কিছু সমস্যা যোগ হওয়ায় শয্যাশায়ী হয়ে পড়েছেন কবি মহাদেব সাহা; একাধিক চিকিৎসকের তত্ত্বাবধানে বাড়িতেই তার চিকিৎসা চলছে।

জাতীয় কবিতা পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক কবি শরাফত হোসেন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাদেব সাহা অনেক দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। কিছুদিন ধরে তিনি শয্যাশায়ী, নিজে কিছুই করতে পারছেন না। সার্বক্ষণিক তাকে দেখাশোনা করতে হয়।”

কী ধরনের সমস্যা- জানতে চাইলে তিনি বলেন, “দীর্ঘদিন থেকেই হার্ট ফেইলিওর এবং লাংয়ের অসুস্থতায় ভুগছেন তিনি। নতুন করে মেরুদণ্ডের ব্যথা বেড়েছে।

ডা. অজয় আগারওয়াল, ডা. অমিত কাপুরসহ আরও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে ৭৯ বছর বয়সী মহাদেব সাহার চিকিৎসা চলছে।

মহাদেব সাহার স্ত্রী নীলা সাহাও কিছুদিন ধরে নান ধরনের রোগে ভুগছেন বলে জানান শরাফত। তাকেও সার্বক্ষণিক তাকে দেখাশোনা করতে হয়।

স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকে ভূষিত মহাদেব সাহার জন্ম ১৯৪৪ সালে সিরাজগঞ্জে। দীর্ঘদিন সাংবাদিকতায় যুক্ত থেকে দৈনিক ইত্তেফাক থেকে অবসর নেন তিনি।

মহাদেব সাহার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ১৩টি। তিনি শিশুদের জন্যও লিখেছেন অনেক।