অনিদ্রার মূল্যে হয়তো কোনোদিন/ পেতে পারো বেপথু কৃষ্ণের দেখা
Published : 16 Feb 2025, 08:09 PM
মনোচোরা বুঝবে না কোনোদিন
ওগো বিরহিণী রাধা
অনিদ্রার মূল্যে হয়তো কোনোদিন
পেতে পারো বেপথু কৃষ্ণের দেখা
চোখ জ্বেলে আঁধার তাড়াও
কৃষ্ণছায়া হয়তো সঞ্চরমান
ব্যগ্রতায় দু’বাহু বাড়াও-
শূন্যতার আলিঙ্গন
হয়তো আছে ওত পেতে
সামনে ধু ধু মরীচিকা
আলেয়ার হাতছানি
কুহকের ঘোর
এই কষ্ট যন্ত্রণার নীলব্যথা
কোনোদিনই বুঝবে না
কৃষ্ণ মনোচোর।
পথরেখা ঝাপসা ও সুদূর
যে কবিতা লেখা হয় নি
তারও আছে অশ্রুপাত বেদনামন্থন
আছে অতৃপ্তির দাহ অচিকিৎস্য রোগ
সেসব তাড়িয়ে ফেরে আমাকেই সর্বক্ষণ
মুক্তি খুঁজতে চেয়ে আরো নাকাল বেদিশা হই
আরো বেশি শৃঙ্খলিত, আরো বেশি উন্মূল কাঙাল।
যে বিপ্লব আজো অব্দি অধরা দূরের
তারও কিন্তু রক্তপাত ক্ষরণ বেদনা আছে
মনোমাঝে সারাক্ষণই সংক্রমিত হয়
স্বৈরাচারী বিষদাঁত তাকেও কামড়ে ধরে
কৌশলীজুলুম থেকে রেহাই সে পাবে না পাবে না
আছে বাল্যবিবাহের অগ্নি পোড়াতুষ ধিকিধিকি
নারীর নিগ্রহ আর অসাম্যের অন্ধ আস্ফালন
বুর্জোয়া সামন্তখিদে বেড়ে চলে ক্রমাগত
গ্রাস করে ফেলতে চায় জনপদ আকাশ মৃত্তিকা
যে ঘুম আসেনি চোখে
কবে আসবে জানা নেই, আলামতও দৃশ্যমান নয়
তার জন্যে পথ চেয়ে থাকতে থাকতে
আয়ু জ্বেলে জীবনপ্রদীপ সলতে নিভু নিভু
অসমাপ্ত পথরেখা এভাবেই সুদূরে মিলায়।
হারিয়ে যাওয়া
ছায়ার সঙ্গে লড়ছে কবি
লড়তে লড়তে
লড়তে লড়তে
ইচ্ছাশক্তির সঞ্জীবনী
অকুণ্ঠ ব্যয়
করতে করতে
দেখছে মানুষ
অধিক নিচু
অধিক স্বার্থে
অন্ধ তারা।
তাই কবিতা
সৃষ্টি হতে
ইচ্ছা হারায়
ইচ্ছা হারায়
সম্ভাবনা
শুষ্ক নদীর
বালুর চড়ায়
বালুর চড়ায়...
পরিক্রমা
আবরার থেকে মুগ্ধ
রক্ত আখরে নতুন সৃজন
বরকত সালাম থেকে
ঊনসত্তর একাত্তর
নব্বইয়ের উত্তাল সোপান সিঁড়ি
তারপর চব্বিশের ৩৬ জুলাই।
জয়গাথা বিপ্লবের।
মুক্তচিন্তা স্বাধীনতা নতুন প্রত্যয়।
কত কুঁড়ি ঝরে গেল
কেড়ে নিল বুলেট-জিঘাংসা
ফুল হয়ে ফোটার আগেই
নিভে যেতে হলো।
রক্তভেজা স্মৃতিময় দিন
লাখো শহীদের কাছে
আমাদের কৃতজ্ঞতা, ঋণ।
শীতের সৌন্দর্য রয় আধেক অধরা
আঙুল তুলেছে তীব্র শীত
ব্যবধান নির্ণয় সে করেছে সহজে
গরিবের এবং ধনীর।
শ্রেণিবৈষম্যের এত মোটা দাগ অন্য কোনো
ঋতুর আয়ত্তে নাই, অধিকারে নাই
মিলনের, একইসঙ্গে বিচ্ছেদেরও বাঁশরী বাজায়
নাড়ার আগুনে জ্বলে কতটা সে শান্তি পায়
হয়তো বা নিজেও জানে না...
শুকনো নদী, বন্ধ্যা ক্লান্ত বালুচরা,
শীতের সৌন্দর্য থাকে আলুথালু আংশিক অধরা
শীতে পাই শৈত্যপ্রবাহের ঝাপটা এবং ঝাঁকুনি
সম্পর্ক শীতল হয়, সেও কিন্তু শীতেরই প্রভাব
ওম চাই ওম নাই,কম্পন দুর্ভোগ আছে
ওগো শীত, দ্রুততায় নিয়ে যাও বসন্তের কাছে...