Published : 05 May 2019, 08:55 PM
গরল পেয়ালা ভেবেছ অমৃত, যখন সকলই বিষ
বিক্ষোভে আর প্রতিবাদে তুমি লড়াকু অহর্নিশ
তোমার মেধাবী মগজে নিয়ত কৃতী প্রীতিময় ফুল
ফুটেছে, অথচ প্রীতিলতা তুমি বন্দুকে আঙ্গুল
রেখেছ সুদৃঢ় সাহসিকতায়, বিপ্লবী সংকেত
দিয়েছে তোমার মন ও মনন, যখন ব্রিটিশ প্রেত
এদেশের ঘাড়ে চেপে বসে তারা আমাদের করে হেয়
এক পঙ্ক্তিতে নির্ণয় করে বাঙালি ও সারমেয়
সূর্যসেনের আগুন মন্ত্রে তুমি তো অগ্নিশিখা!
হয় প্রতিরোধ নয় তো মৃত্যু চোখেমুখে থাকে লিখা!
ঝাঁসীর রাজ্ঞী লক্ষ্মী বাঈয়ের পেয়েছিলে হাতছানি
নিজেকে ছাপিয়ে হয়ে উঠেছিলে তুমি বিপ্লবী রানী
দুঃসাহসিকা! হামলা করেছ শ্বেত প্রভুদের ক্লাবে!
শত্রুর গুলি আহত করেছে তা বলে তুমি পালাবে?
ধরা পড়ে গেলে ঘটবে দলের সমূহ সর্বনাশ
বুক ভরে তুমি টেনে নিলে তাই অন্তিম নিঃশ্বাস
কী যে দুরন্ত আগুন মন্ত্রে দীক্ষা নিয়েছ মেয়ে!
বীর নন্দিনী প্রাণ দিয়ে দিলে তুমি সায়ানাইড খেয়ে!
কোথায় পেয়েছ এমন সাহস এমন মহৎ প্রাণ?
দেশজননীর যূপকাঠে কর আত্মাকে বলিদান!
শত বিপ্লবে শত বিদ্রোহে প্রীতিলতা তুমি আছো
অমরত্বের অনন্যতায় দেশ-আত্মায় বাঁচো।
আমার ভেতরে জেগে আছো তুমি তোমার ভেতরে আমি
তোমার মেয়েরা বুকে পুষে রাখে প্রীতিময় পাগলামি।
০৫/০৫/২০১৯