বিরোধীদলীয় জোট গঠন করতে হবে: মোদি

ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি বলেছেন, পার্লামেন্ট পদ্ধতির ইতিহাসে প্রথমবারের মতো বিরোধীদলীয় জোট গঠন করা যেতে পারে।

>> আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2014, 04:46 AM
Updated : 18 May 2014, 04:58 AM

শনিবার হিন্দুদের পবিত্র তীর্থ বারানাসির দশশ্বামেধ ঘাটে গঙ্গা আরতিতে অংশ নেয়ার পর তিনি একথা বলেন।

ভারতের লোকসভা নির্বাচনে মোদির নেতৃত্বে বিজেপির ভূমিধস বিজয়ের পাশাপাশি লোকসভায় বিরোধী দল হওয়ার জন্য প্রয়োজনীয় ৫৪টি আসন পায়নি কোনো দল। ফলাফল অনুযায়ী এবারের লোকসভায় কোনো বিরোধীদল বা বিরোধীদলীয় নেতা থাকছেন না।

এই শূন্যতা পূরণের জন্যই লোকসভায় আসন পাওয়া অন্যান্য দলগুলোকে জোট বেঁধে বিরোধীদলের ভূমিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন মোদি।

তিনি বলেন, “আগে সরকারর পক্ষের জোট গঠন করা দরকার হতো, কিন্তু এবার প্রথমবারের মতো বিরোধীদলগুলোর একটি জোট গঠন করতে হবে।”

এ সময় নিজের সম্পর্কে মোদি বলেন, “এই প্রথমবারের মতো দেশ এমন একজনকে প্রধানমন্ত্রী নির্বাচিত করলো যার জন্ম স্বাধীনতার পর।”