চাঁদপুরে আলমগীর, দীপু মনি জয়ী
চাঁদপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Dec 2018 01:33 AM BdST Updated: 31 Dec 2018 01:50 AM BdST
চাঁদপুরের পাঁচটি আসনের সবগুলোতেই আওয়ামী লীগ প্রার্থীরা বড় ব্যবধানে জয়লাভ করেছেন।
রোববার ভোট গণনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রিসাইডিং অফিসারের কার্যালয় থেকে ফলাফল নিশ্চিত করা হয়েছে।
চাঁদপুর-১ (কচুয়া উপজেলা) : এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. মহীউদ্দীন খান আলমগীর এক লাখ ৯৬ হাজার ৮৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপির মো. মোশারফ হোসেন পেয়েছেন ৭৭৫৯ ভোট।
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা) : এই আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. নুরুল আমিন দুই ৯৬ হাজার ৩১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী জালাল উদ্দিন ১০ হাজার ২৩৯ ভোট পান।
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর উপজেলা) : এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ডাঃ দীপু মনি তিন লাখ চার হাজার ৮১২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহম্মেদ পেয়েছেন ৩৫ হাজার ৫০১ ভোট।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ উপজেলা) : এই আসনে আওয়ামী লীগের প্রার্থী মুহম্মদ শাফিকুর রহমান নৌকা মার্কায় পেয়েছেন এক লাখ ৭৩ হাজার ৩৭৯ ভোট। বিএনপির প্রার্থী মো. হারুনূর রশিদ পেয়েছেন ৩০ হাজার ৭৯৯ ভোট।
চাঁদপুর-৫ (শাহরাস্তি ও কচুয়া উপজেলা) : এই আসনে আওয়ামী লীগের মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম পেয়েছেন দুই লাখ ৯৮ হাজার ১০৪ ভোট। বিএনপির মমিনুল হক পেয়েছেন ৩৬ হাজার ৫৬ ভোট।
এই আসনে হাজীগঞ্জ উপজেলায় ৮৪টি কেন্দ্রের মধ্যে দক্ষিণ বড়কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই হওয়ায় এই কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে। তবে তা ফলাফলে কোনো প্রভাব ফেলবে না।
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’