রংপুরে বড় ব্যবধানে জয়ী স্পিকার শিরীন শারমিন
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Dec 2018 10:08 PM BdST Updated: 30 Dec 2018 10:08 PM BdST
-
স্পিকার শিরীন শারমিন চৌধুরী (ফাইল ছবি)
রংপুর-৬ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় ২ লাখ ১০ হাজার ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমীন চৌধুরী।
নৌকা প্রতীকে শিরীন শারমিন পেয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৪২৬ ভোট; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৫৩ ভোট।
নির্বাচন ভবনে স্থাপিত সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে রাতে এই ফল ঘোষণা করা হয়।
রোববার দিনভর একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পর বিভিন্ন কেন্দ্র ও আসন থেকে আসা পূর্ণাঙ্গ ফলাফল এখান থেকে ঘোষণা হচ্ছে।
পীরগঞ্জের এই আসনে মোট ভোটার ২ লাখ ৯২ হাজার ৯৯৭টি। এবার এই আসনে শিরীন শারমিন ছাড়াও আরও পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
ফলাফলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিরীন শারমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিজয়ের মাসে অনুষ্ঠিত নির্বাচনে এ জয় জনতার, এ বিজয় মহান মুক্তিযুদ্ধ ও সব গণতান্ত্রিক আন্দোলনে শহীদ সকলের।”
সারা দেশে নৌকার প্রার্থীদের জয়লাভের সংবাদ পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “পীরগঞ্জের নারী-পুরুষ সবার অক্লান্ত পরিশ্রমে নৌকাকে বিজয়ী করার মাধ্যমে আবারও সেবা করার সুযোগ দিয়েছেন। এজন্য ভোটারদের ধন্যবাদ জানাচ্ছি।”
রংপুরের পীরগঞ্জের এই আসনটিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সংসদ সদস্য ছিলেন।
২০১৪ সালের নির্বাচনে শেখ হাসিনা ছেড়ে দিলে শিরীন শারমিনকে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে স্পিকারের দায়িত্ব পান। তার আগে তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে স্পিকার নির্বাচিত হয়েছিলেন।
স্পিকারের দায়িত্ব নেওয়ার আগে শিরীন শারমিন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
এবার নির্বাচিত হলে তাকে আবারও স্পিকার করার কথা রংপুরে নির্বাচনী জনসভায় ঘোষণা করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’