নোয়াখালীতে মওদুদ ও আ. লীগের সংবাদ সম্মেলন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও উপজেলা আওয়ামী লীগ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2018, 05:57 PM
Updated : 24 Dec 2018, 05:59 PM

সোমবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে ধানের শীষ প্রার্থী মওদুদ আহমদ।

দুপুর আড়াইটায় দলীয় কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলনে মওদুদ আহমদ তার জীবনের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন।

তিনি অভিযোগ করেন, সকালে কোম্পানীগঞ্জের চরকাকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় তাকে বহনকারী গাড়িসহ দুটি গাড়ি পতিপক্ষের লোকজন ভাঙচুর করে তার ৪/৫ জন নেতাকর্মীকে পিটিয়ে আহত করেছে।

তিনি বিষয়টি জেলা রিটার্নিং কমকর্তা, কোম্পানীগঞ্জ থানা ও সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছেন বলে জানান।

মওদুদ বলেন, “আমার নিরাপত্তা যদি নিশ্চিত না হয়, তারা বলেছে নিশ্চিত করবে; যদি নিশ্চিত না করে তাহলে গণসংযোগের যে কর্মসূচি আমাদের ছিল সে কর্মসূচি থেকে আমি নিজেকে প্রত্যাহার করব।”

আমার এছাড়া তার অন্য কোনো বিকল্প থাকবে না বলে তিনি জানান।

সেবাবাহিনী আসার পর ভোটের পরিবেশ ভালো হবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “সেনাবাহিনী আসার পর আমরা আশা করব নারী পুরুষ সবার ভয়-ভীতি আতংক দূর হবে এবং তারা ভোটে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে।”

এদিকে, আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল বলেন, “মওদুদ সাহেব আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। নৌকা মার্কার কর্মীদের বিরুদ্ধে উনার গাড়িতে হামলার যে অভিযোগ তিনি করছেন সেখানে গিয়ে আমরা এরকম কোনো আলমত পাইনি।”

সেনাবাহিনীর সহানুভূতি পাওয়ার জন্য মওদুদ মিথ্যার আশ্রয় নিয়েছেন বলে মিজানুরের ভাষ্য।