নোয়াখালীতে মওদুদ ও আ. লীগের সংবাদ সম্মেলন
নোয়াখালী প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Dec 2018 11:57 PM BdST Updated: 24 Dec 2018 11:59 PM BdST
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও উপজেলা আওয়ামী লীগ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে।
সোমবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে ধানের শীষ প্রার্থী মওদুদ আহমদ।
দুপুর আড়াইটায় দলীয় কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামী লীগ।
সংবাদ সম্মেলনে মওদুদ আহমদ তার জীবনের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন।
তিনি অভিযোগ করেন, সকালে কোম্পানীগঞ্জের চরকাকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় তাকে বহনকারী গাড়িসহ দুটি গাড়ি পতিপক্ষের লোকজন ভাঙচুর করে তার ৪/৫ জন নেতাকর্মীকে পিটিয়ে আহত করেছে।
তিনি বিষয়টি জেলা রিটার্নিং কমকর্তা, কোম্পানীগঞ্জ থানা ও সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছেন বলে জানান।
মওদুদ বলেন, “আমার নিরাপত্তা যদি নিশ্চিত না হয়, তারা বলেছে নিশ্চিত করবে; যদি নিশ্চিত না করে তাহলে গণসংযোগের যে কর্মসূচি আমাদের ছিল সে কর্মসূচি থেকে আমি নিজেকে প্রত্যাহার করব।”
আমার এছাড়া তার অন্য কোনো বিকল্প থাকবে না বলে তিনি জানান।

এদিকে, আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল বলেন, “মওদুদ সাহেব আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। নৌকা মার্কার কর্মীদের বিরুদ্ধে উনার গাড়িতে হামলার যে অভিযোগ তিনি করছেন সেখানে গিয়ে আমরা এরকম কোনো আলমত পাইনি।”
সেনাবাহিনীর সহানুভূতি পাওয়ার জন্য মওদুদ মিথ্যার আশ্রয় নিয়েছেন বলে মিজানুরের ভাষ্য।
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান