নেত্রকোণায় নৌকার মিছিলে ‘পেট্রোল বোমা’, আহত ৭

নেত্রকোণার আটপাড়া উপজেলায় নৌকার প্রচার মিছিলে ‘পেট্রোল বোমা’ হামলার কথা জানিয়েছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2018, 04:15 PM
Updated : 12 Dec 2018, 04:16 PM

আটপাড়া থানার ওসি অভি রঞ্জন দেব সাংবাদিকদের বলেন, বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের ইটাখলা বাজারে এ হামলা হয়; যেখানে অন্তত সাত জন আহত হয়েছেন।

আহতরা হলেন উপজেলা যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন, ছাত্রলীগ সদস্য সুফল, রুবেল, মোহন, শিবলু, লিমন ও তুহিন।

তাদের আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সুফল ও রুবেলের অবস্থা গুরুতর বলে জানান ওসি অভি।

ওসি বলেন, “সন্ধ্যা সোয়া ৭টার দিকে ইটাখলা বাজারে নৌকা প্রতীকের সমর্থনে মিছিল বের হলে তাতে পেট্রোল বোমা হামলা হয়। এতে যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা আহত হন।”

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী অসীম কুমার উকিল।

নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী এ হামলা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াত দেশে ব্যাপক পেট্রোল বোমা হামলা চালায়; যাতে বহু লোকের প্রাণহানি হয়।