আফরোজা আব্বাসের আপিলের পুনঃশুনানি হবে শনিবার

ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী আফরোজা আব্বাসের আপিল শুনানি ‘পেন্ডিং’ রেখে শনিবার পুনঃশুনানির জন্য রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2018, 12:39 PM
Updated : 7 Dec 2018, 12:39 PM

ঋণখেলাপের দায়ে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল হয়েছিল।

শুক্রবার বিকালে সুপ্রিম কোর্টের আইনজীবী জয়নুল আবেদীন আফরোজা আব্বাসের পক্ষে শুনানি করেন। এ সময় মহিলা দলের সভানেত্রী আফরোজা এবং তার স্বামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও উপস্থিত ছিলেন।

আইনজীবী জয়নুল আবেদীনের বক্তব্য শুনে কমিশন এ আপিল পেন্ডিং রাখে। তখন আইনজীবী প্রশ্ন করেন, “আমরা আপিলের রায় কবে জানতে পারব?”

তখন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, আগামীকাল এই আপিলের শুনানি নিষ্পত্তি করা হবে।

তিনি বলেন, “এটি পেন্ডিং রাখা হলো। মূল নথি তলব করা হবে। রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মূল নথি নিয়ে পর্যালোচনা করে কালকে পুনঃশুনানি গ্রহণ করে নিষ্পত্তি করা হবে।”