রোববারমনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পটুয়াখালী জেলার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো.মতিউল ইসলাম চৌধুরী এ ঘোষণা দেন।
তিনি সাংবাদিকদেরজানান, ঢাকার সোশ্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংককে লিখিতভাবে জানিয়েছে, তাদের গুলশানশাখা থেকে ঋণ নিয়ে হাওলাদার খেলাপি হয়েছেন।
মতিউল ইসলামবলেন, রুহুল আমিন হাওলাদারের আইনজীবী তোফায়েল আহম্মেদ কাগজপত্র যাচাইয়ের জন্য সময় চেয়েআবেদন করেছিলেন। তাকে বিকাল ৪টায় শুনানির সময় দেওয়া হয়েছিল। পরে তার মনোনয়নপত্র বাতিলঘোষণা করা হয়েছে।
নির্বাচনকমিশনের নিয়ম অনুযায়ী, আগামী তিন দিনের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেনহাওলাদার।
পটুয়াখালী-১আসন থেকে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া,বিএনপির মনোনয়ন পেয়েছেন আলতাফ হোসেন চৌধুরী ও সুরাইয়া আক্তার চৌধুরী। তাদের মনোনয়নপত্রবৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
এর আগেজাতীয় পার্টির একাধিক নেতা হাওলাদারের বিরুদ্ধে ‘মোটা অঙ্কের টাকা নিয়ে মনোনয়ন বিক্রিরঅভিযোগ এনেছিলেন।অবশ্য হাওলাদারের দাবি, এসব তার বিরুদ্ধে অপপ্রচার।