রোনালদোর ‘লটারি’ ভাগ্য

রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ক্রিস্তিয়ানো রোনালদোর চূড়ান্ত গোলেই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ওঠে রিয়াল মাদ্রিদের ঘরে। ইউরোপ সেরা হওয়ায় উচ্ছ্বাসের কমতি নেই তারকা এই ফরোয়ার্ডের। তবে এটাও মনে করিয়ে দিলেন, টাইব্রেকারের আরেক নাম ‘লটারি’।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2016, 11:07 PM
Updated : 29 May 2016, 02:02 PM

শনিবার রাতে মিলানের সান সিরোয় শিরোপা নির্ধারণী লড়াইয়ের নির্ধারিত সময় ১-১ গোলে ড্রয়ের পর অতিরিক্ত সময়ে কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর তাতে আতলেতিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়ে একাদশ শিরোপা জেতে রিয়াল।

এই নিয়ে ক্যারিয়ারে তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথমটি জেতার পর ২০১৩-১৪ মৌসুমে রিয়ালের হয়ে দ্বিতীয়টি জেতেন।

ম্যাচ শেষে বিটিস্পোর্টকে রোনালদো বলেন, “পেনাল্টি সবসময়ই লটারির মতো, আপনি কখনোই জানেন না কি হবে। তবে আমাদের দল বেশি অভিজ্ঞতা দেখিয়েছে এবং আমরা সব পেনাল্টিতে গোল করে তা দেখিয়েছি। আমাদের জন্য এটা চমৎকার এক রাত।”

শনিবার রাতে পুরো ম্যাচে দুর্দান্ত খেলেন বেল। পেনাল্টিতেও ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন ওয়েলসের এই ফরোয়ার্ড।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত বেল বলেন, “অসাধারণ অনুভূতি। অতিরিক্ত সময়ে আমরা দৃঢ়তা দেখিয়েছি, আমরা এভাবেই গড়ে উঠেছি।”

ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা প্রতিপক্ষকে বাহবা দিতেও দ্বিধা করেননি বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার।

“আতলেতিকো ম্যাচটাকে দুর্দান্ত করেছে এবং আমরা তাদের জন্য কিছুটা দু:খ অনুভব করছি। কিন্তু আপনাকে ফাইনালে তো জিততেই হবে।”