অধিনায়ক রামোসের অনুভূতি ‘অসাধারণ’ 

দুই বছর আগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষেই আগের ফাইনালে হারতে বসা রিয়ালকে ম্যাচে ফিরিয়েছিলেন সের্হিও রামোস। এবারের ফাইনালেও গোল করার পর অধিনায়ক হিসেবে ইউরোপ সেরার ট্রফিটি উঁচিয়ে ধরতে পারার অনুভূতিটা স্প্যানিশ এই ডিফেন্ডারের কাছে ভোলার নয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2016, 11:18 AM
Updated : 29 May 2016, 02:02 PM

মিলানের মাঠ সান সিরোতে শনিবার রাতে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে ইউরোপ সেরার লড়াইয়ে একাদশ শিরোপা ঘরে তোলে রিয়াল। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় থাকার পর অতিরিক্ত ৩০ মিনিটে কোনো দল গোল পায়নি।
 
ম্যাচ শেষে রামোস বলেন, “সত্যি হচ্ছে, এটা অসাধারণ-আবার গোল করতে পারায় আপনার হৃদয়ে অবিস্মরণীয় এক অনুভূতি হবে। অনুভূতিটা চমৎকার, অধিনায়ক হিসেবে প্রথম মৌসুমেই শিরোপা উঁচিয়ে ধরাটা আমাকে খুব গর্বিত করে।”
 
“এটা ছিল অসাধারণ। আমি সব সময় মনে রাখব যে আমি ট্রফিটি উঁচিয়ে ধরেছি।”
 
২০১৪ সালে অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালটি শেষ পর্যন্ত ৪-১ গোলে জিতেছিল রিয়াল। রিয়ালকে ম্যাচে ফেরানোর পর যোগ করা সময়েও গোল করেছিলেন রামোস। রিয়ালের হয়ে তার প্রথম শিরোপা জয়ের সময় অধিনায়ক হিসেবে মঞ্চে সেবার ট্রফি উঁচিয়ে ধরেছিলেন ইকের কাসিয়াস।
 
এবারের ফাইনালে পঞ্চদশ মিনিটে রিয়ালকে এগিয়ে দিয়ে দুই ফাইনালে গোল করা প্রথম ডিফেন্ডার হিসেবে নিজের নামটি চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড বুকে লিখিয়ে নেন রামোস।
 
অনেক চড়াই-উতরাইয়ের পর মৌসুমের সবচেয়ে শিরোপাটি জিততে পেরে আনন্দিত রামোসের কণ্ঠে ছিল কোচ জিনেদিন জিদানের প্রশংসা।
 
“আমি মনে করি যে, জিজুকে নিয়ে কথা বলা মানে বিনয়, কাজ, ধারাবাহিকতা, স্বপ্ন, আশাবাদ নিয়ে কথা বলা। আর এটা তিনি আসার পর দিন থেকে দেখিয়ে যাচ্ছেন।”