খালেদার রূপকল্প হাসিনার অনুকরণ, নতুনত্ব কিছু নেই: তোফায়েল

খালেদা জিয়ার রূপকল্প ঘোষণাকে শেখ হাসিনার অনুকরণ মনে করছেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, এতে নতুন কিছু না পাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2017, 01:32 PM
Updated : 10 May 2017, 03:47 PM

বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে রূপকল্প ২০৩০ ঘোষণার পর এই প্রতিক্রিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, “খালেদা জিয়া শেখ হাসিনাকে অনুসরণ ও অনুকরণ করেছেন।

“তারা কর্মসূচি ঘোষণা করতেই পারেন। এর মধ্যে, নতুনত্ব কিছু দেখিনি।”

ক্ষমতায় গেলে কীভাবে বাংলাদেশকে গড়ে তুলবেন, তা সবিস্তারে তুলে ধরেন খালেদা। তাতে তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার কথা বলেছেন।

একই প্রস্তাব এর আগেও দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।

২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে ‘রূপকল্প-২০২১’ তুলে ধরা হয়। তাতে ২৩ দফা কর্মসূচি ঘোষণা করা হয়।

তোফায়েল আহমেদ (ফাইল ছবি)

বিএনপির ‘ভিশন ২০৩০’ নিয়ে তার দলের মধ্যে মতবিরোধের খবর গণমাধ্যমে আসার কথাও বলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল।

খালেদা জিয়ার রূপকল্প নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সরকারের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এটা দেখিনি, দেখার প্রয়োজনও বোধ করিনি।”

প্রায় একই সুরে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমও বলেন, “আমি দেখিনি।”