জামায়াতের হরতালে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ সফররত ভারতীয় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করছেন না বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
Published : 03 Mar 2013, 06:55 AM
সোমবার বিকাল সাড়ে ৪টায় হোটেল সোনারগাঁওয়ে খালেদা জিয়ার সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের সময় নির্ধারিত ছিল।
বিএনপির সহসভাপতি সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ সোমবার সাক্ষাতের যে সময়সূচি দেয়া হয়েছে, তখন হরতাল থাকবে। হরতালের কারণে বিরোধী দলীয় নেতার নিরাপত্তা বিষয়টি বিবেচনায় রেখে ভারতীয় হাইকমিশনকে জানানো হয়েছে, ওই সময়ে হোটেল সোনারগাঁওয়ে বিরোধী দলীয় নেতার যাওয়া সম্ভব নয়।”
যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় প্রত্যাখ্যান করে রবি ও সোমবার সারা দেশে ৪৮ ঘণ্টার এই হরতাল করছে জমায়াতে ইসলামী।
আর বৃহস্পতিবার রায়ের দিন জামায়াতের সহিংসতা ও পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু মানুষ হতাহত হওয়ার ঘটনাকে গণহত্যা আখ্যায়িত করে মঙ্গলবারও হরতাল ডেকেছে বিএনপি।
এরই মধ্যে তিনদিনের বাংলাদেশ সফরে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন প্রণব মুখোপাধ্যায়।
সোমবার রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাতে তার কাছ থেকে মুক্তিযুদ্ধ সম্মাননা গ্রহণ করবেন ভারতের রাষ্ট্রপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে তাকে দেয়া হবে সম্মানসূচক ডক্টরেট অব ল’ ডিগ্রি।
প্রণব মুখোপাধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে।
১৯৭৪ সালের পর এই প্রথম ভারতের কোনো রাষ্ট্রপতি বাংলাদেশ সফর করছেন। সর্বশেষ রাষ্ট্রপতি ভি ভি গিরি বাংলাদেশ সফর করেন।