২১ অগাস্টে হামলার ঘটনায় মন্ত্রিসভায় শোক ও নিন্দা প্রস্তাব

২০০৪ সালের একুশে অগাস্টে গ্রেনেড হামলার ঘটনায় শোক ও নিন্দা প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2017, 10:09 AM
Updated : 21 August 2017, 10:09 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই শোক ও নিন্দা প্রস্তাব গৃহীত হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম জানিয়েছেন।

সচিবালয়ে এক ব্রিফিংয়ে সচিব বলেন, “মন্ত্রিসভা বৈঠকে একুশে অগাস্ট নিয়ে আলোচনা হয়েছে এবং একটি শোক প্রস্তাব ও নিন্দা প্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।”

মন্ত্রিপরিষদ বিভাগ শোক প্রস্তাবের বিস্তারিত তৈরি করছে বলেও জানান তিনি।

২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হন।

সন্ত্রাসবিরোধী ওই সমাবেশে প্রধান অতিথি শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়া মাত্র গ্রেনেড হামলা ও গুলি শুরু হয়। এতে অল্পের জন্য শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও গ্রেনেডের প্রচণ্ড শব্দে তার শ্রবণশক্তি নষ্ট হয়।

ইনকাম ট্যাক্স আইন ফেরত

‘দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট ২০১৭’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন না দিয়ে তা আরও পর্যালোচনার জন্য ফেরত পাঠিয়েছে মন্ত্রিসভা।

জিয়াউল আলম বলেন, “প্রস্তাবটি আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনা শেষে বিষয়টি বিস্তারিত পর্যালোচনাপূর্বক পরবর্তী যে কোনো বৈঠকে উপস্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”

মন্ত্রিসভা কোন কোন বিষয়ে পর্যালোচনা করতে বলেছে সে বিষয়ে কিছু না জানিয়ে তিনি বলেন, “কিছু পর্যবেক্ষণ আছে।”

তবে মন্ত্রিসভা কি পর্যবেক্ষণ দিয়েছে তাও বলেননি তিনি।

“যেহেতু পর্যালোচনা করার জন্য বলা হয়েছে, পর্যালোচনার পরে এটা বলা যাবে। সব বিষয়ই পর্যালোচনা করার জন্য বলা হয়েছে।”

অর্ডিন্যান্স থেকে ইনকাম ট্যাক্স আইন করা হচ্ছে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব।

ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসবে সরকারি ছুটি বাড়ানোর বিষয়টি মন্ত্রিসভা বৈঠকের এজেন্ডায় না থাকায় এ বিষয়ে কোনো আলোচনায় হয়নি বলেও জানান জিয়াউল আলম।